তেলিয়ামুড়া জুড়ে চলছে সরকারি বিদ্যা ব্যাবসা রমরমা বাণিজ্য-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১০ মে

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ শিক্ষা দপ্তরের নির্দেশকে জলাঞ্জলি দিয়ে গোটা তেলিয়ামুড়া জুড়ে চলছে সরকারি বিদ্যা ব্যাবসা রমরমা বাণিজ্য। অভিযোগ, সবকিছু জেনে শুনেও 

কোন এক অজ্ঞাত কারণে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যাক্তিরা কোন প্রকার ভূমিকা গ্রহণ করছে না। ফলে ক্ষোভে ফুঁসছেন উচ্চ শিক্ষিত বেকার যারা টিউশন'কে আঁকড়ে ধরে বেঁচে থাকার রসদ খুঁজে চলছেন নিরন্তরভাবে। তেলিয়ামুড়া'কে অনেকে আবার কটাক্ষ করে এখন সহকারি শিক্ষক কর্তৃক বিদ্যা ব্যাবসার মূল করিডর হিসেবে চিহ্নিত করেছেন। যেখানে রাজ্য সরকারের বলিষ্ঠ সিদ্ধান্তের ফলে সরকারি শিক্ষকরা দিকে দিকে টিউশন বাণিজ্য গুটিয়ে ফেলার কথা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তেলিয়ামুড়ার একাংশ শিক্ষকরা বারবার দপ্তরের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যেমন বিদ্যা ব্যাবসা চালাচ্ছেন তেমনি বহাল তবিয়তে নিজের সরকারি চাকরি করে চলেছেন। সূত্র মারফত খবর, এরকম বেশ কয়েকজন সরকারি শিক্ষকের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সহ অভিযান সংগঠিত হতে যাচ্ছে। অনেকে এই প্রতিবেদকের কাছে নিজের নাম গোপন রাখতে অনুরোধ করে জানিয়েছেন,, বারবার দফতরের কর্তাদের টেলিফোনের মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করা হলেও দপ্তর কোন প্রকার ভূমিকা গ্রহণ করছে না। সূত্র মারফত আরো খবর,, তেলিয়ামুড়ার বেশ কয়েকজন শিক্ষক গৌরাঙ্গ টিলা, করইলং, নেতাজি নগর, জয়নগর, রাজনগর, শান্তিনগর সহ একাধিক এলাকায় ছোট ছোট ব্যাচ তৈরি করে রমরমিয়ে 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বিদ্যা ব্যাবসা চালিয়ে যাচ্ছেন, সেই সঙ্গে মাস শেষে সরকারি কোষাগার থেকে মোটা অঙ্কের মাইনে গুনছেন।তাদের বিরুদ্ধে শিক্ষিত বেকারেরা মুখ খুলতে ভয় পাচ্ছেন। কারণ ওই সকল সরকারি শিক্ষকদের মধ্যে নেতাজিনগর এলাকার জনৈক শিক্ষক মহাশয় আবার রাম আমলের শিক্ষক সংগঠনের মস্ত মাপের নেতা বলে নিজেকে জাহির করেন। আর বাকিরা উনার ছত্র-ছায়ায় লালিত পালিত হওয়ার কারণে চুটিয়ে চালাচ্ছেন বিদ্যা ব্যাবসা রমরমা বাণিজ্য। সব মিলিয়ে গোটা ঘটনা অঙ্গুলি নির্দেশ করছে এক শ্রেণীর শিক্ষকের অতি লোভের কারণে পুরো শিক্ষক সমাজের নাম বদনাম হচ্ছে। প্রশাসন সঠিক ভূমিকা না নিলে ঘটনা অপ্রীতিকর হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu