সবুজ ত্রিপুরা
১০ মে
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন। আজ বাংলা শুভ ২৫ শে বৈশাখ, বিশ্বকবি
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রতি বছরের ন্যায় এ বছরও পানিসাগর মহকুমার অন্তর্গত মাধবপুর এস বি স্কুলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ে এসএমসি কমিটির সভাপতি নিশিকান্ত নাথ, উদ্বোধক ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাদি পত্বী ভবতোষ দাস , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মলিনা দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস, ভাইস চেয়ারপার্সন লক্ষীকান্ত দাস, ত্রিপুরার বিশিষ্ট সমাজসেবী কান্তিলাল এলাকার বিশিষ্ট প্রবীণ নাগরিক সমাজও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং উদ্বোধক সহ
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
সকল অতিথিবর্গ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন এর শুভ সূচনা করেন। তৎপর আলোচনা রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ উদ্বোধক শ্রী দাস। তারপর সংগীত নিত্য আবৃতি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান ছিল জাঁকজমকপূর্ণ। পানিসাগর মহকুমা মাধবপুর এস বি ক্যাটাগরি বিদ্যালয় আজকের এই অনুষ্ঠানে পানিসাগর মহাকুমার বিশিষ্ট নেতৃবর্গ এর উপস্থিতি চোখে পড়ার মতন।আগামী দিনেও এই বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান গুলি পালনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটানোর প্রচেষ্টা থাকবে বলে আশা ব্যক্ত করেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকগণ।
0 মন্তব্যসমূহ