৯টি গরু সহ একটি বোলেরো গাড়ি ও গাড়ির চালককে গ্রেফতার করল পানিসাগর থানার পুলিশ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

০৯ মে

সোমবার

ধর্মনগর প্রতিনিধিঃ ৯টি গরু সহ একটি বোলেরো গাড়ি ও গাড়ির চালককে গ্রেফতার করল পানিসাগর থানার পুলিশ। অবশেষে কিছুটা নড়েচড়ে 

বসলো পানিসাগর থানা। দীর্ঘদিন ধরে পানিসাগর থানার বিরুদ্ধে একের পর এক গরু পাচার চক্রের সাথে কারচুপির খবর প্রকাশিত হওয়ার পর, সোমবার সকালে পানিসাগর থানা সক্রিয়তা দেখাতে শুরু করল। জানা যায় সোমবার সকালে পানিসাগর থানার সামনে রুটিন তল্লাশিতে থানার এএসআই হিরেন দেববর্মা টি আর ০৫-১৭৮৩ নম্বরের একটি বলেরো পিকআপ 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

গাড়িকে আটক করে। তারমধ্যে নয়টি গরু ছিল। গাড়িটিকে থানায় নিয়ে গেলে গরুর কাগজপত্র ঠিক থাকলেও,এগুলোর পরিবহনের জন্য কোন প্রকৃত কাগজপত্র ছিল না। তাই চালক সঞ্জয় নথ কে আটক করা হয়। তার বাড়ি পানিসাগর থানাধীন রামনগরের তিন নম্বর ওয়ার্ডে। সে জানায় গরু গুলি কদমতলা থেকে ফটিকরায়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এগুলি ফটিকরায়ে আসাদ মিয়ার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির মালিক গোপাল নাথ। বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই ধরনের আরো কয়েকটি গাড়ি গরু পাচারের সাথে যুক্ত রয়েছে এবং এগুলি কদমতলা থেকে ফটিকরায়ে আসাদ নিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। 

ধারণা করা হচ্ছে, যে গাড়িচালককে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদে আরও কারা কারা এই কাজে যুক্ত সব বেরিয়ে আসবে। বিএসএফ এবং উত্তর জেলা পুলিশের সক্রিয়তা যেমন করে বৃদ্ধি পেয়েছে, তা বজায় থাকলে গরু পাচারকারীরা প্রশ্রয় পাবে না বলে বিশেষ একটা মহলের ধারণা।

.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu