সবুজ ত্রিপুরা
০৯ মে
সোমবার
বিশালগড় প্রতিনিধিঃ নারী নির্যাতনের ঘটনা আমরা বহুবার শুনে এসেছি, কিন্তু পুরুষ নির্যাতনের ঘটনা সচরাচর শুনা যায় না।
তবে এবার নারী নির্যাতন নয়, পুরুষ নির্যাতনের ঘটনা উঠে আসলো বিশালগড় মহকুমার দুর্গানগর এলাকায়। অভিযোগ পাষন্ড স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে আহত স্বামী এমডি রুবেল কবির। অভিযুক্ত স্ত্রী তাসমিনা বেগম সোমবার সকালে পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে তার স্বামী এমডি রুবেল কবিরকে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এলোপাথাড়ি আক্রমন চালায়, ফলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে স্বামী এমডি রুবেল কবির। পরবর্তী সময় পরিবারের অন্যান্য লোকেরা আক্রান্ত রুবেলকে আহত অবস্থায় নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। তবে খবর লেখা পর্যন্ত বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত এমডি রুবেল কবির।
এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রান্ত স্বামী এমডি রুবেল কবির জানান যে তার স্ত্রী তাসমিনা বেগম বিয়ের পর থেকেই রুবেল উপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালাতো। বহুবার রুবেলের স্ত্রী তাসমিনা বেগম তাকে মারার চেষ্টা করেছে বলেও অভিযোগ জানান আক্রান্ত এম ডি রুবেল।
0 মন্তব্যসমূহ