০৯ মে
সোমবার
বিশালগড় প্রতিনিধিঃ আবারো পরকীয়া প্রেমের জেরে বাড়ি থেকে পালিয়ে গেলে এক গৃহবধূ। ঘটনা বিশালগড় থানাধীন আমবাগান এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় ১২ বছর পূর্বে সামাজিক রীতি মানে বিয়ে হয় বিশালগড় আমবাগান এলাকার বাসিন্দা তথা পেশায় ফুটপাতে বই বিক্রেতা প্রদীপ সাহার সঙ্গে আমতলী থানাধীন ওএনজিসি
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এলাকার রিতা দাস সাহার। পরিবারে তাদের একটি কন্যা এবং একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু গত ৩-৪ বছর যাবত পরকীয়া প্রেমের কালো নজর পড়ে তাদের পরিবারে। এলাকারই এক বখাটে যুবক টিটু বাড়ই এর সাথে অবৈধ পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে প্রদীপ সাহার স্ত্রী রিতা দাস সাহা। বার বার স্ত্রীকে শুধরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় প্রদীপ। একবার স্ত্রীর বখাটে প্রেমিকের হাতে আক্রান্তও হতে হয়েছে প্রদীপকে।
গত কিছুদিন পূর্বে হটাৎ কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় তার স্ত্রী রিতা। যাওয়ার সময় হতদরিদ্র প্রদীপের সারা জীবনের সঞ্চয় করা নগদ আড়াই লক্ষ টাকা এবং প্রদীপের মায়ের সোনার চেইন সহ অন্যান্য স্বর্ণালঙ্কার গুলিও নিয়ে যায় তার স্ত্রী বলে অভিযোগ প্রদীপ সাহার।
0 মন্তব্যসমূহ