সবুজ ত্রিপুরা
১০ মে
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধিঃ সোমবার ছিল ২৫ শে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এদিন
বিশালগড়স্থিত মুড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে বিশালগড় মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুর কায়স্থ, ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক কাকলী ভৌমিক, মুড়াবাড়ি
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনীতি দেববর্মা সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিন অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্য দান করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করেন। এদিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উপস্থিত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
0 মন্তব্যসমূহ