১০ মে
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ গ্রীষ্ম কালীন ফল গুলির মধ্যে লেচু একটি অন্যতম রসালো ফল। আট থেকে আশি সবার কাছেই রসালো এই ফলটি প্রিয়। গ্ৰীষ্ম কালের
বৈশাখ মাসের শেষ লগ্নে সেই রসালো ফল লিচু নিয়ে হাজির বিক্রেতারা। বাজারে এই রসালো ফল এলেও মূল্যবৃদ্ধির ফলে হাত পুড়ছে ক্রেতা সাধারণের। অন্যদিকে এই রসালো ফল বাজারে বেশ চাহিদাও রয়েছে। এই ফলের দাম গগনচুম্বী হওয়ার কারণে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। এতকিছুর পরেও বিক্রেতারা গ্ৰীষ্ম কালীন রসালো ফল নিয়ে পরসা সাজিয়ে বসেছে রুটি রুজির সন্ধানের জন্য।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
তবে, রসালো ফল লিচু বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল সেই ফলগুলো তারা তৈদু লেচুবাগান থেকে ক্রয় করে এনেছে। এ প্রসঙ্গে রসালো লিচু ফল বিক্রেতার কথা বললে তিনি জানান,,, বাজারে লিচুর চাহিদা রয়েছে বেশ। তারা লিচু ১০০ থেকে ১২০ টাকা দরে প্রতি 'শ' বিক্রি হচ্ছে। তবে বেচা-কেনা ভালো নয়। এই সুস্বাদু ফল লিচুর ফলন ও তুলনামূলকভাবে কম এ বছর। তাই গ্ৰীষ্ম কাল জ্যৈষ্ঠ মাসে সেই রসালো লিচু ফলের বাজারে সঙ্কটও থাকতে পারে বলে মনে করছেন বিক্রেতারা।
0 মন্তব্যসমূহ