সবুজ ত্রিপুরা
১৭ মে
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ এফ.সি.আই-এর অধীন তেলিয়ামুড়ার একমাত্র খাদ্য গুদামের বেহাল দশা, নির্বিকার স্থানীয় দপ্তর।খবরে জানা যায়,,,, তেলিয়ামুড়ার একটি মাত্র
এফ.সি.আই পরিচালিত খাদ্য গুদাম রয়েছে তেলিয়ামুড়া তুইসিন্দ্রাই বাড়ি এলাকায়। কিন্তু এই খাদ্য গুদামটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও নির্বিকার খাদ্য দপ্তর। এই খাদ্য গুদামের দরজা জানালা থেকে শুরু করে বেশিরভাগ আসবাবপত্রই বেহাল অবস্থায় রয়েছে। বৃষ্টি এলে গুদাম ঘরের ছাউনি দিয়ে গুদাম ঘরের ভেতরে জল প্রবেশ করে গুদাম ঘরে থাকা চাল নষ্ট হয়।কিন্তু এ প্রসঙ্গে এই খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মীর নিকট জানতে চাওয়া হলে,, তিনি এ বিষয়ে মুখ খুলতে নারাজ।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
গুদামের একটি নির্ভরযোগ্য সূত্র মারফত খবর,, এ বিষয় সম্পর্কে তেলিয়ামুড়া পূর্ত দপ্তরের নিকট বারবার জানানো হলেও পূর্ত দপ্তর কোন এক অজ্ঞাত কারণে কোন প্রকার ব্যাবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ। ফলে গুদামে প্রচুর পরিমাণে চাল নষ্ট হওয়ার উপক্রম বৃষ্টির জলে।
0 মন্তব্যসমূহ