সবুজ ত্রিপুরা
৩০ মে
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ন্যাশনাল আর্বান লাইভলিহুড মিশনের অধীনে ত্রিপুরা লাইভলিহুড মিশনের উদ্যোগে এবং তেলিয়ামুড়া পুর পরিষদের
সহায়াতায় দীন দয়াল উপাধ্যায় স্ট্রীট ভেন্ডার আত্মনির্ভর নিধি যোজনার মাধ্যমে সুবিধাভোগীদের জন্য ফুট ভেন্ডার জোনের উদ্ভোদন হয় সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যানী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
চেয়ারম্যান মধুসূদন রায়, পুর পরিষদের ডেপুটি সি.ই.ও শির্ষেন্দু দেববর্মা সহ অন্যান্যরা।তেলিয়ামুড়া শহরের উপকন্ঠে যে সমস্ত ফাস্ট ফুট বিক্রেতারা এতদিন তেলিয়ামুড়া শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে ব্যাবসা করত, পুর পরিষদের উদ্যোগে এই ফুট ভেন্ডার জোনের মাধ্যমে ফাস্ট ফুট বিক্রেতাদের একত্রিত করে সুসজ্জিত স্টল প্রদানের মাধ্যমে সুবিধা করে দেওয়া হয়। তেলিয়ামুড়ায় মোট ৮ টি এ জাতীয় জোন করে দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সোমবার তেলিয়ামুড়া শহরের প্রান কেন্দ্র অম্পি চৌমুহুনীতে প্রাথমিক ভাবে ৮ জন ফাস্ট ফুট বিক্রেতাদের দিয়ে এর শুভ সূচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যানী রায় বলেন,
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকার সর্বদাই চিন্তা করেন কীভাবে রাজ্যের মানুষ আত্মনির্ভর হতে পারে। শুধুমাত্র সরকারি চাকরির মধ্য দিয়েই স্বনির্ভর হওয়া নয়, ব্যাবসা-বাণিজ্যের মধ্য দিয়ে আত্মনির্ভর হওয়া সম্ভব। আর সেই কারণেই তেলি ।
0 মন্তব্যসমূহ