সবুজ ত্রিপুরা
৩০ মে
সোমবার
বক্সনগর প্রতিনিধিঃ বক্সনগর ব্লক মন্ড ল অফিস কার্যালয়ে,আজ দুপুর ১২ ঘটিকায় অফিস বিয়ারার এবং এস সি র্মোচার সাংগঠনিক বৈঠক হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন ব্লক মন্ডল
সভাপতি সুভাষ চন্দ্র সাহা। এই সভায় পুরাতন কমিটি ভেঙ্গে নতুন পরিসরে এবং নতুন আঙিকে ২১জনের, এস সি মোর্চার কমিটি ঘোষনা করা হয়। সভাপতি হিসেবে পূর্ব তন সভাপতি ই নারায়ন সরকারের নামে শীলমোহর লাগে।সহ সভাপতি
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
২জন যথা ক্রমে সত্য রঞ্জন রায় এবং দীপংকর দাস। সাধারণ সম্পাদক কান্তি সরকার । চার জন করা হয়েছে সম্পাদক ।ক্যোশাধ্যক্ষ নান্দু দাস।আই টি সেল গোপাল বর্মন। উক্ত বৈঠক পরিচালনার দ্ধায়িত্ত পালন করেন সহসভাপতি বরুন কান্তি লস্কর। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এর শাদ মিয়া ,অনিল দাস এবং রাসেল মিয়া ।বৈঠকে ২য় পর্বে আলোচনায় ওঠে আসছে আগামী ২০২৩বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কে সাংগঠনিকভাবে শক্তি শালী করে, ২০২৩শে
এবার বি জে পি ক্ষমতা আবার। এই স্লোগান কে সামনে রেখে জন গনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। রাজ্যের মসনদ দখলের চেষ্টা করা ।এটাই আজকে র বৈঠকের মুখ্য উদ্দেশ ।
0 মন্তব্যসমূহ