পানীয় জলের সমস্যায় নাজেহাল এলাকাবাসী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৭ মে

শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ পানীয় জলের সমস্যায় নাজেহাল এলাকাবাসী। দীর্ঘ বছর ধরে পানীয় জলের সমস্যায় জর্জরিত এলাকাবাসী, কিন্তু সমস্যা নিরসনের উদ্যোগ নেই এমনই অভিযোগ এলাকাবাসীর। 

ঘটনা তেলিয়ামুড়া ব্লকের অধীন সর্দুকরকরি এ.ডি.সি ভিলেজের কৃষন হাউ কাইপেং পাড়ার। এলাকাটি মূলত, কাইপেং সম্প্রদায় জনজাতিদের বসবাস হলেও অধিকাংশ কৃষিজীবী ।শতাধিক পরিবারের বসবাস এলাকায়। মাত্র একটি মিনি ডিপ টিউবওয়েল'ই হল পানীয় জলের একমাত্র ভরসা। তাও অনেক বছর পূর্বে বসানো যা সঠিক মতো সক্রিয় থাকেনা সবসময়।  অভিযোগ, এই মিনি ডিপটিউবওয়েলটি দিয়ে  কোন ভাবে ২০ থেকে ২৫ পরিবারের কাছে পৌঁছাতে পারে এই টিউবওয়েলের জল। এলাকাটি যেহেতু সমতলের 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

থেকে উঁচু স্থানে সেই কারনে মিনি ডিপ টিউবওয়েল জল পৌঁছে দিতে পারেনা সমস্ত পরিবারগুলির মধ্যে প্রশাসন থেকে । এমতাবস্থায় জলের জন্য ছুটতে হচ্ছে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত একটি মাত্র হস্তচালিত টিউবওয়েলের কাছে। সমস্যা এখানেই শেষ হচ্ছেনা, বিদ্যুৎ বিভ্রাট ঘটলে উক্ত মিনি ডিপ টিউবওয়েলের জলের ও ব্যাবস্থা থেকে বঞ্চিত থেকে যায় এলাকাবাসী। অগত্যা তাদের কাছে বিকল্প হিসেবে  ছড়া কিংবা কুয়োর জলই ভরসা। এখন এলাকাবাসীর দাবী অতিদ্রুত উক্ত এলাকায় পানীয়জলের সমস্যা নিরসনে প্রশাসনের তরফ থেকে যেন রিংওয়েল বা বিকল্প অন্য ব্যাবস্থা করে দেয় ।  নিজেদের পানীয় জলের সমস্যার কথা জানাতে গিয়ে এলাকার এক গৃহিনী জানান,,, যে তাদের সমস্যার কথা জানাতে গেলেও অসুবিধার সম্মুখীন হচ্ছে তারা। তিনি এও জানান,, 

তিপ্রামথা দলের নেতারা বলেন বিজেপি দলের কাছে যাওয়ার কথা অন্যদিকে বিজেপি দলের কাছে সমস্যা নিয়ে গেলে তাদের পাঠিয়ে দেয় তিপ্রামথা দলের নেতাদের কাছে। এই অবস্থায় এক প্রকার দিশেহারা অবস্থায় রয়েছেন এলাকাবাসী এমনই অভিমত তাদের।এখন দেখার বিষয় কবে নাগাদ ওই এলাকার অধিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu