পুলিশি ধরপাকড়ের পরও যেন শেষ হচ্ছে না গাঁজার অবৈধ মজুদ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৩ মে

সোমবার

কদমতলা প্রতিনিধিঃ বাম আমলে ত্রিপুরায় উৎপাদিত গাঁজা রাম আমলে পুলিশি ধরপাকড়ের পরও যেন শেষ হচ্ছে না গাঁজার অবৈধ মজুদ। 

প্রায় প্রতিদিন রাজ্যের জাতীয় সড়কের উপর অবস্থিত কোন না কোন থানায় গাঁজা বোঝাই লরি আটক করছে পুলিশ। কিন্তু এত ধরপাকড়ের মধ্যেও গাঁজা ব্যবসায়ী ও পাচারকারীদের পাচার বাণিজ্য বন্ধ নেই। আর এক্ষেত্রে অধিকাংশই ব্যবহৃত হচ্ছে কন্টেইনার গাড়ি গুলো। গত সপ্তাহ খানেকের মধ্যে ত্রিপুরা ও অসম দুই চুরাইবাড়ির পুলিশ চারবার গাঁজা বোঝাই লরি ও পাচারকারীদের আটক করেছে। অবশ্য এর রেশ কাটতে না 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কাটতেই আরো একবার গাঁজা বোঝাই লরি আটক করলো চুরাইবারি থানার পুলিশ। রবিবার দুপুর একটা নাগাদ PB10FF-5597  নম্বরের একটি কন্টেইনার গাড়ি আগরতলা থেকে বহাঃরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে চুরাইবাড়ি পুলিশ গেটে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি করতেই গাড়ির উপরে কেবিন ছিল সেই কেবিন থেকে ৩৯০ কেজি গাঁজা বেরিয়ে আসে। যার কালোবাজারি মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা বলে জানান 

মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা। সঙ্গে চালক সন্দিপ সিং(৩৯),ও সহচালক বিকাশ কুমারকে (২০) আটক করা হয়েছে। চালকের বাড়ি পাঞ্জাবে ও সহচালকের বাড়ি বিহারে।ধৃতদ্বয়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu