সবুজ ত্রিপুরা
২৭ মে
শুক্রবার
কদমতলা প্রতিনিধিঃ নেশামুক্ত অসাম গড়ার লক্ষ্যে রাজ্যের পুলিশ প্রশাসনের কঠোর মনোভাবে একের পর এক সফলতা লাভ করছে পুলিশ।
আর এই ধারা অব্যাহত রেখে নেশা সাম্রাজ্যকে সমুলে বিনষ্ট করতে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশ কর্মীরা অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে যাচ্ছে।ঝড় বৃষ্টি রাতদিন দায়িত্ব নিয়ে নিজ কর্তব্য সম্পাদনের ফলে উক্ত পুলিশ চেক গেটের কর্মীরা নেশা বিরোধী অভিযানে নাগারে সফলতা পাচ্ছেন।চুড়াইবাড়ির বর্তমান ওয়াচ পোষ্ট ইনচার্জ নিরঞ্জন দাস দায়িত্ব নেওয়ার পর থেকে ঘন ঘন অবৈধ নেশা সামগ্রী পাচারের পথে আটকা পড়েছে সামগ্রী সহ পাচারকারিরা।গতকাল বৃহস্পতিবার রাতে এমন এক অভিযান চালিয়ে গুয়াহাটিগামি নৈশ বাস থেকে তিন কেজি চারশো
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
গ্রাম শুকনো গাঁজা এক মহিলা যাত্রীর কাছ থেকে উদ্ধার করে স্থানীয় পুলিশ।এ মর্মে ইনচার্জ নিরঞ্জন দাস জানান নাাকা চেকিং চলাকালে গতকাল রাত সাতটা নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে আসা রায়ান ট্রেভেলসের ML05N 1989 নৈশ যাত্রীবাহী একটি গাড়ি চুড়াইবাড়ি চেক গেটে পৌছে।তখন কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি তল্লাশি চালালে গাড়িতে যাত্রী সেজে থাকা সনি দেবী(২৫) নামের এক মহিলা যাত্রীর কাছ থেকে তিন কেজি চারশো গ্রাম গাঁজা উদ্ধার করে।পুলিশের প্রাথমিক জেরায় আটক মহিলা জানায় এগুলো ত্রিপুরার তেলিয়ামুড়া থেকে ক্রয় করেছে বহিরাজ্য বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে।ইনচার্জ আরও জানান ওই মহিলার বাড়ি বিহারের
মুঙ্গের জেলার বারিয়ারপুর থানায়।এবং বাজেয়াপ্ত গাঁজার আনুুুমানিক বাজার মূল্য ত্রিশ হাজার টাকা হবে।এদিকে বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিত কুমার বরা জানান এ মর্মে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।এবং গতকাল রাতে মহিলাকে পাথারকান্দি থানার মহিলা সেলে রাখা হয়।আজ শুক্রবার ধৃতকে আদালতে সোপর্দ করা হলে মহামান্য আদালতের নির্দেশে তার ঠাঁই হয় হাজতে।
0 মন্তব্যসমূহ