ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কর্মী প্রয়াতঃ রাধীকা রঞ্জন দাস এর পরিবারবর্গ দের খোঁজখবর নিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিক-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

০৭ মে

শনিবার

পানিসাগর প্রতিনিধিঃ৬ মে ২০২২ ইং শুক্রবার বেলা আনুমানিক ২ ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা এলাকার বসবাসকারী, 

ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কর্মী প্রয়াতঃ রাদিকা রঞ্জন দাস এর পরিবারবর্গ দের সাথে সুজন মূলক  সাক্ষাৎকার করতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। স্বর্গীয় রাদিকা রঞ্জন দাস পানিসাগর মহাকুমার ভারতীয় জনতা পার্টির একজন বিশিষ্ট কর্মী ছিলেন বর্তমানে উনার বরপুত্র রাজন দাস ভারতের জনতা পার্টির পানিসাগর মণ্ডল কমিটির আওতাধীন যুব মোর্চার সভাপতির দায়িত্ব পালন করছেন তৎসঙ্গে ছোট ছেলে রাহুল দাস পানিসাগর সাংস্কৃতিক সেলের সভাপতি।মোট কোথায় স্বর্গীয় পিতার আদর্শ পালন এই দুই ভাই আজ ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সমাজসেবার কাজে নিয়োজিত। 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এমনই এক একনিষ্ঠ দলীয় কর্মীদের পিতৃবিয়োগের বেদনাকে সান্তনা প্রদান করতে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিকা এর আজকের এই সফর । আগাম কোন বার্তা না থাকার কারণে পরিবারের সদস্যরা মাননীয় মন্ত্রীকে বিশেষ অভ্যর্থনা জানাতে তেমন ভাবে প্রস্তুত না থাকলেও দিদির কাছ থেকে আন্তরিক ভালোবাসা পেয়ে আনন্দিত গোটা পরিবার।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu