সীমান্ত রক্ষি বাহিনীর সহযোগীতায় সেবা শৌর্য সংস্হানের বর্ষ পূর্তী অনুষ্ঠান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১১ মে

বুধবার

পানিসাগর প্রতিনিধিঃ ১০ ই মে,উওর জেলার পানিসাগর টাউনহলে রাএিতে অনুষ্ঠিত হয় সেবা শৌর্য সংস্হান এবং পানিসাগর কুড়ি নং সীমান্ত রক্ষি 

বাহিনীর সহযোগীতায় সেবা শৌর্য সংস্হানের বর্ষ পূর্তী অনুষ্ঠান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি,আই,জি,সেক্টর হেড কোয়ার্টার,পানিসাগর  মিঃরাজীব কুমার দোয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি,আই,জি,প্রভিশনিং ফন্ট্রিয়ার হেডকোয়ার্টার বি,এস,এফ,আগরতলা, 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট ও,পি,এস, বি,এস,এফ,সেক্টর হেড কোয়ার্টার কৃপা শংকর,প্রেসিডেন্ট সেবা শৌর্য সংস্হান শ্রী শ্যাম গোপাল অধিকারী,ধর্মনগর  জেলা হাসপাতালের ডঃ দীপক হালদার,ডঃস্মৃএা শর্মা,সি,এম,ও,পানিসাগর বি,এস,এফ,হেডকোয়ার্টার ডঃ সবিতা বাটুলা, সি,এম,ও,বি,এস,এফ,ডঃঅমিত কুমার সহ অন্যান্য আধিকারিকেরা।উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে সেবা শৌর্য সংস্হানের পক্ষ থেকে বিশেষ সন্মাননা প্রদর্শন করা হয় ডঃ অমিত পাল চৌধুরী,ডঃঅরিজিৎ দাস,ডঃ অরুনাভ চক্রবর্তী মহাশয় সহ 

অন্যান্য চিকিৎসকদের।উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান মন্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন উওর জেলার স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিভা তমালীনির ছায়া,কৃষ্ণকলি সাংস্কৃতিক সংস্হা এবং কদমতলা সাংস্কৃতিক সংস্হা।অনুষ্ঠান মন্চে প্রজেক্টের মাধ্যমে দর্শনার্থীদের সীমান্ত রক্ষি বাহিনীর জোয়ানদের জীবন শৈলীর উপর ইতি বৃতান্তের ইতিহাস তোলে ধরাহয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu