মিজোরাম পুলিশে কর্মরত ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ ৪ নং ব্যাটেলিয়নের এক জোয়ানের মৃত দেহ উদ্বার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১১ মে

বুধবার

পানিসাগর প্রতিনিধিঃ ৯ই মে,উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া ব্লকের অন্তর্গত আসাম,মিজোরাম এবং এিপুরা সীমান্তবর্তী 

এলাকার খেদাছড়া থানার বাহাদুর পাড়া এলাকার লঙ্গাই নদীর পার সংলগ্ন এলাকায় উদ্বার হয় মিজোরাম পুলিশে কর্মরত ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ ৪ নং ব্যাটেলিয়নের এক জোয়ানের মৃত দেহ। ঘটনার বিবরনে যানা যায় যে,গতকাল বিকাল আনুমানিক তিন ঘটিকায় খেদাছড়া বাহাদুর পাড়া লঙ্গাই নদীর পার সংলগ্ন এলাকায় সাধারন পেষাক পরিহিত অবস্হায় IRP কনস্টেবল এইচ,ভানলাল পারা(৪৩) পিতা- হার্ম জোয়েত পারা,বাড়ি মিজোরাম আইজলের রামলুই ভেঙ্গতাস এলাকার বাসিন্দা।মৃতের পরিবার সুএে জানা গেছে মৃত ব্যাক্তি মামিত ডিস্ট্রিক্টের চাভেল বি,ও,পি,তে কর্মরত 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

অবস্হায় ছিলেন।গত শনিবার দিন বাড়িতে যাবার উদ্দেশ্যে ছুটি নিয়ে আর বি,ও,পি,তে ফিরেনি।পরবর্তীতে গতকাল বিকাল নাগাদ এলাকার পাহাড়ি কতিপয় কিছু লোক জঙ্গলে সব্জি আনতে গিয়ে এক ব্যাক্তিকে মৃত অবস্হায় দেখতে পেয়ে খেদাছড়া থানাতে খবর দিলে খেদাছড়া থানার পুলিশ গিয়ে মৃত দেহ সনাক্ত করে খবর পাটানো হয় পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট।মৃতদেহের পাশে নেশা জাতীয় কিছু আপওিকর জিনিস পএ বাজেয়াপ্ত করেছে খেদাছড়া থানার পুলিশ।ধারণা করা হচ্ছে অতিরিক্ত নেশা শক্ত হয়ে মৃত্যুর কোলে ডলে পড়ে।খবর পাওয়া মাএ মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে মহাশয় ছুটে গিয়ে মৃত দেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসে পানিসাগর 

মহকুমা হাসপাতালের মর্গে।আজ আইনি প্রক্রিয়া মেনে মৃতদেহ ময়না তদন্তের পর তোলে দেওয়া হয় আত্মীয় পরিজনদের হাতে।মৃতদেহ হস্তান্তরের সময়ে উপস্হিত ছিলেন পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে,মিজোরাম পুলিশের এসিস্ট্যান্ট কমান্ডেন্ট এফ,লালনিলিআনা এবং খেদাছড়া থানার ও,সি,ইন্সপেক্টর ধীরাজ দেব্বর্মা সহ আই,ও,সাব ইন্সপেক্টর শচীন্দ্র রিয়াং।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu