সবুজ ত্রিপুরা
১১ মে
বুধবার
বিশালগড় প্রতিনিধিঃ মধুপুর থানার পুলিশ রুটিন ভেহিকেল চেকিংয়ে বসে ৪৯ কিলো শুকনো গাজা সহ গাড়ি সমেত ২ যুবককে আটক করে।
ঘটনার বিবরণে জানা যায় বুধবার দুপুর বারোটার সময় মধুপুর থানার ওসির নেতৃত্বে মধুপুর বনকুমারি সড়কে ভেহিকেল চেকিংয়ে বসে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এমন সময় একটি মারুতি গাড়ি যার নম্বর TR01L0420 নম্বরের গাড়ি করে আগরতলা দিক থেকে কোনাবন যাবার পথে গাড়িটিকে তল্লাশি চালিয়ে ৪৯ কেজি শুকনো গাজা উদ্ধার করে। পরবর্তী সময় আটককৃত দুই যুবক সহ গাড়ি সমেত
মধুপুর থানায় নিয়ে যাওয়া হয় আটককৃতরা হলো অজয় দেববর্মা বিপুল দেববর্মা তাদের বাড়ি কোনাবন এলাকায়। মধুপুর থানার ওসি জানান আগামীকাল তাঁদেরকে কোর্টে তোলা হব ।
0 মন্তব্যসমূহ