২৩ মে
সোমবার
বক্সনগর প্রতিনিধিঃ বক্সনগর ব্লক আধিকারিক হিসেবে শ্রীযুক্ত ধৃতি শেখর রায় ২০১৯ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ যোগদান করেছিল৷
পূর্বতন ভিডিও অমর্ত্য বর্মনের কাজকর্মে এবং আচার-ব্যবহারে যখন বক্সনগর এলাকাবাসী অতিষ্ঠ হয়েছিল, দফায় দফায় এলাকাবাসীর সাথে এবং ব্লকে কর্মরত অন্যান্য কর্মচারীদের সাথে বিবাদে জড়াতে থাকে অমর বর্মন৷ তখন নতুন ভিডিও হিসেবে যোগদান করে ধৃতি শেখর রায়৷ বক্সনগর মানুষের প্রত্যাশা অনুযায়ী গত সাড়ে তিন বছর যাবত সফলতার
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
সাথে কাজ করে আসেন তিনি৷ যার কারণে সরকার - বিরোধীপক্ষ সহ এলাকার সাধারণ জনগণের কাছ থেকে কোন অভিযোগ কোনদিন শুনা যায়নি উনার বিরুদ্ধে৷ এই মর্মে বক্সনগর প্রেসক্লাব সম্মান জানিয়ে শনিবার বিকেল ৪টার সময় ভিডিও ধৃতি শেখর রায় কে সম্মানের সহিত বিদায় সম্বর্ধনা জানায় ৷
উল্লেখ্য ইতিমধ্যেই বিডিও সাহেব কে সরকারি নিয়ম অনুযায়ী বদলি করে পাঠানো হয়েছে বগাফা ব্লকে৷ বিদায় প্রদানকালে বক্সনগর প্রেসক্লাবের পক্ষ থেকে আশা করা হচ্ছে সামনের কর্মজীবনেও স্বচ্ছতা-সততা এবং নিষ্ঠাবান অফিসার হিসেবে নতুন জায়গায় কাজ করবেন তিনি৷
0 মন্তব্যসমূহ