বি এস এফ এবং পুলিশের যৌথ অভিযানে শুকনো গাঁজা উদ্ধার-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২৩ মে

সোমবার

বক্সনগর প্রতিনিধিঃ সিপাহীজলা  জেলা  রাজ‍্যের গাঁজা চাষে অন‍্যতম স্থান  দখলে শিরোপা  অর্জন করেছে।গোটা বক্সনগর এলাকা জুড়ে  অবৈধভাবে  

নেশা সামগ্রী  পাচার ও মাটির নীচে পূতে রেখেছে  তার গোপন খবর বি এস এফ এবং পুলিশের  র্সোসের মাধ্যমে সংবাদ বের করে  গাঁজা বিরোধী  অভিযান জারি রাখছে।তার মধ্যে বক্সনগর সীমান্ত ১৫০ নম্বর  ব‍্যাটিলিয়ান  বি এস এফ জওয়ান এবং  কলমচৌড়া থানা দড়পাকর ও অভিযানে  ইদানিং কালে বিশাল সাফল্যের  দৌড়ে  এগিয়ে  রয়েছে। তারই অঙ হিসাবে  আজ সকাল দশ ঘটিকার সময়  হইতে কলমচৌড়া বি ও পি এবং  

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


থানাবাবুরা মিলে শুকনো  গাঁজা  বিরোধী  অভিযান শুরু  করেন,উত্তর কলম চৌড়া  ৫ নং ওর্য়াডের  বাসিন্দা  হাসিনা বেগমের  বাড়িতে । হাসিনা  বেগমের  বসত ঘরের  ভিতর থেকে এবং গোয়াল ঘর হইতে  ছোট বড় মোট এগার টি শুকনো  গাজাভর্তি ড্রাম মাটি কুড়ে উদ্ধার করতে সক্ষম হয়েছে পূলিশ এবং  বি এস এফ  প্রশাসনের  জোওয়ানরা।মোট ৪৩০  কে জি  শুকনো গাজি উদ্ধার  করা হয়েছে। প্রায় বাজার মূল‍্য ৬০০০০ হাজার টাকা হবে। আজকের  যৌথ  অভিযানে নেতৃত্বে  ছিলেন  বি এস এফ  ১৫০ বি এন  কলমচৌড়া ও  থানা পুলিশের  

আধিকারিক  বিষ্ণু পদ ভৌমিক  ও এস আই  সংকর দাস।  কলমচৌড়া থানার পুলিশ  কাউকে  গ্রেপ্তার  করতে সক্ষম হয় নি। হাসিনা বেগমের  বিরুদ্ধে  এন ডি পি এস এক্ট  অনুযায়ী  কলমচৌড়া থানার  পুলিশ একটি মামলা  রুজু করা  হয়েছে। আগামী  দিনে ও এই ধরনের  নেশা বিরোধী  অভিযান  জাড়ি থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu