সবুজ ত্রিপুরা
০৭ মে
শনিবার
বক্সনগর প্রতিনিধিঃ গোমতী নদীতে মাছ ধরার সময় জেলের ঝালে উঠলো এক ব্যতিক্রমী মাছ যার নাম কেউ বলতে পারে না। ঘটনা
মেলাঘর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুড়েরপাড় এর এলাকা। নাম মিরাশ মিয়া অন্যদিনের মতন জাল নিয়ে মাছ ধরার জন্য মেলাঘর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুড়ের পাড় গোমতী নদীতে নামেন, হঠাৎ তার জালে উঠে এক ব্যতিক্রমী মাছ। যা বিগত দিনে এই ধরনের মাছ মানুষ দেখতে পাননি আর মাছটি দেখার জন্য পুরো এলাকা জুড়ে মানুষের সমাগম হচ্ছে মিরাশ মিয়ার বাড়িতে।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
তবে মাছটি কি মাছ তারপরও সঠিক তথ্য পাওয়া যাচ্ছেনা মাছটি পুরো শরীর জুড়ে উল্টোদিকে কাটা আর কাটা। এ ধরনের মাছ গোমতী নদীতে আজকে এক দেড় বছর ধরে পাওয়া যাচ্ছে। তবে মানুষের ধারণা মাছটি খুবই ভয়ঙ্কর এই মাছটি খাওয়ার উপযুক্ত নয়। এদিকে মাছ টি নিয়ে মনো বেকায়দায় পড়েছেন জেলে মিরাশ মিয়া। তবে মাছ টি নিয়ে এলাকা হুইচ পড়ে গেছে ।
0 মন্তব্যসমূহ