সবুজ ত্রিপুরা
০৭ মে
শনিবার
বিশালগড় প্রতিনিধিঃ অবৈধভাবে বাংলাদেশে পাচারকালে বৃহস্পতিবার গভীর রাতে
কমলাসাগর বিএসএফ জওয়ান হাতে আটক ১৫৮ ফেনসিডিল ও ৪ কেজি শুকনো গাঁজা বিকেল ৫:৩০ মিনিটে মধুপুর থানার পুলিশ আহত হস্তান্তর, সংবাদে প্রকাশ অবৈধভাবে বাংলাদেশে পাচারকালে কমলাসাগর বিওপি বিপি ২০৩৯/৬-৫ সীমান্ত পিলার দিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ১৫৮ টি ফেনসিডিল ও চার কেজি শুকনা গাঁজা পাচারকালে কর্তব্যরত বিএসএফ জোওয়ান দেখতে পেয়ে পাচারকারীরা নেশাজাতীয় সামগ্রী দিয়ে ঘটনাস্থল থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় পরবর্তী সময়ে কর্মরত বিএসএফ জোওয়ানরা আটক১৫৮ বোতল ফেনসিডিল ও ৪ কেজি শুকনো গাঁজা কমলাসাগর
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বিওপিতে নিয়ে আসেন শুক্রবার বিকাল ৫ টা ৩০ মিনিটে মধুপুর থানা হাতে হস্তান্তর করে দেওয়া হয়। জানা যায় কমলাসাগর বিওপি দিয়ে নেশা কারবারিরা তাদের নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন আর তাদেরকে আটক করার লক্ষ্যে বিএসএফ জওয়ানরা কঠোর নিরাপত্তা চালিয়ে যাচ্ছেন ।
0 মন্তব্যসমূহ