দীর্ঘ ২১ দিন যাবত নিখোঁজ পুরাথল রাজনগর এলাকায় ২৪ বছরের যুবক-Sabuj Tripura

 সবুজ ত্রিপুরা

১৭ মে

মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধিঃ দীর্ঘ ২১ দিন যাবত নিখোঁজ পুরাথল রাজনগর এলাকায় ২৪ বছরের যুবক, সোমবার দুপুর দুইটায় সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে হারিয়ে যাওয়া  পুত্রকে 

ফিরে পাওয়ার দাবি জানান রাজ্য প্রশাসনের কাছে। সংবাদে প্রকাশ মধুপুর থানার অন্তর্গত পুরাতন রাজনগর এলাকায় মনোরঞ্জন মজুমদারের ২৪ বছরের ছেলে বাবুল মজুমদার ২০ এপ্রিল ২০২২ রোজ মঙ্গলবার দুপুরবেলায় একটা সময় বাড়ির লোকেরা তাকে বাড়ীর গৃহ পালিত পশুকে নিয়ে আসার কথা বলতেই পরিবারের লোকেদের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান। দীর্ঘ ২১ দিন যাবত পরিবারের লোকজন বন্ধু-বান্ধব 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর  ২৪বছরের যুবক বাবুল মজুমদারকে না পেয়ে মধুপুর থানায় ১০/০৫/২০২২ রোজ মঙ্গলবার নিখোঁজ মামলা দায়ের করেন। সোমবার দুপুর ১২ টায় ২৪ বছরের যুবক বাবুল মজুমদারকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য প্রশাসনের নিকট সন্তানকে ফিরে পাবার দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu