সবুজ ত্রিপুরা
১৭ মে
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধিঃ বাংলাদেশী যুবককে আটকের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি গকুলনগর রাস্তার মাথা অটো স্ট্যান্ড এলাকায়। জানা গেছে মঙ্গলবার সকালে গকুলনগর রাস্তার
মাথা অটো স্ট্যান্ড এলাকায় এক অপরিচিত যুবক ঘোরাফেরা করছিল। তার চলাফেরায় সন্দেহ হওয়ায় অটো শ্রমিকরা তার সঙ্গে কথা বললে যুবকটি জানায় তার নাম মোহাম্মদ আসাদ উল্লাহ। বাড়ি বাংলাদেশের ব্রাহ্মনবারিয়া জেলায়। গত এপ্রিল মাসে সে তার পাসপোর্টে ভিসা লাগিয়ে চেকপোস্টে ইমিগ্রেশন করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কিছুদিন সে ভারতে থাকার পর চেকপোস্টে ইমিগ্রেশন কমপ্লিট না করে চুরাইপথে সে বাংলাদেশে ফিরে যায়। মঙ্গলবার এক দালালের মাধ্যমের কমলাসাগর মিয়া পাড়া এলাকা দিয়ে চুরাইপথে সীমান্ত পার করে সে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে বলে জানায় উক্ত বাংলাদেশী যুবক।এরপর সেই যুবককে অটো শ্রমিকরা আটক করে খবর দেয় বিশালগড় থানার পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বাংলাদেশী যুবককে উদ্ধার করে নিয়ে আসে থানায়। আটককৃত যুবকের কাছে বৈধ পাসপোর্ট ভিসা থাকা সত্বেও সে কেন অবৈধ ভাবে সীমান্ত পারাপার করেছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। তাছাড়া সীমান্ত দিয়ে এইভাবে অবাধ অবৈধ প্রবেশ করার ঘটনায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি এইভাবে অবৈধ সীমান্ত পারাপার বন্ধ না হয় তাহলে আগামী দিনে রাষ্ট্রীয় নিরপত্তায় ব্যাঘাত ঘটতে পারে বলে ধারণা শুভবুদ্ধি সম্পন্ন মহলের।
0 মন্তব্যসমূহ