১৭ মে
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ এক লক্ষ দু লক্ষ নয় কোটি টাকার গাঁজা ভর্তি ট্রাক আটক করলো অসম চুরাইবাড়ি ফাঁড়ির পুলিশ। চুড়াইবাড়ী পর্যন্ত জাতীয় সড়কের ওপর ত্রিপুরার
সব কয়টি থানা নিরাপদে পেরিয়ে সোমবার গভীর রাতে অসম চুরাইবাড়ি পুলিশ গেটে পোঁছাতেই নাকা তালাসিতে থাকা পুলিশ DN 09 V 9011 নম্বরের গাড়িটিকে আটক করে তল্লাশি করতেই গাড়িতে থাকা অব্যাবহৃত কার্টুনের নীচে লুকিয়ে আনা গাঁজা জব্দ করে পুলিশ। চুরাইবাড়ি ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন দাস জানান গাঁজা গুলি অতি কৌশলে এনেছিল পাচারকারীরা যাতে পুলিশের চোঁখে না পড়ে।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
মোট এক টন এক কুইন্টাল ৮৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সঙ্গে আটক করা হয় চালক তথা হরিয়ানার বাসিন্দা ওয়াসিম ও সহ চালক উত্তর প্রদেশের ভাসেমকে। জব্দ হওয়া গাঁজার মূল্য এক কোটি কুড়ি লক্ষ টাকা। পুলিশ স্ব প্রনোদিত মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
0 মন্তব্যসমূহ