৪ এপ্রিল
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ হোক বাম-রাম কিংবা বোবাগ্ৰার সরকার যে-কোন আমলেই হোক না কেন উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে ব্যার্থ তারা।
বংশ-পরম্পরা অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে তাদের এই পানীয় জলের সংকট। যে কোন আমলই হোক না কেন তাদের এই পানীয় জলের সমস্যা নিরসনে ব্যার্থ এ.ডি.সি প্রশাসন'। ঘটনা মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনে তীর্থমনি পাড়া এলাকায়।জানা যায়,
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এ.ডি.সি প্রশাসনের বদান্যতায় অটল জলধারা প্রকল্প'টি তীর্থমনি রিয়াং পাড়া এলাকায় আজও বাস্তবে পরিণত হলো না। অথচ জনজাতি এলাকায় জলসঙ্কট দূরীকরণের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার দেদার অর্থ রাশিপ্রদান করছে এ.ডি.সি প্রশাসনকে। আদৌ এলাকাবাসীরা জানে না তাদের এই বংশ-পরম্পরা অভিশাপের মতো হয়ে দাঁড়ানো জল সংকট কবে নাগাদ মোচন হবে। মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনে এই তীর্থমনি রিয়াং পাড়ায় ৪০
থেকে ৪৫ টি পরিবারের বসবাস। ওই সব পরিবারের মানুষজন গুলো জলতেষ্টা নিবারণের জন্য নির্ভর থাকতে হচ্ছে ছড়ার অপরিশোধিত জলের উপর। যার ফলে এলাকাবাসীদের মধ্যে বিভিন্ন জলবাহিত রোগের প্রাদুর্ভাব প্রায়শই দেখা দেয় বলে অভিযোগ।
0 মন্তব্যসমূহ