তেলিয়ামুড়া এলাকার অঙ্কন শিল্পীদের নিয়ে এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৪ এপ্রিল 

সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া মহকুমা শাসকের নির্বাচন দপ্তরের ‘SWEEP' -এর উদ্যোগে এবং নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির 

সহযোগিতায় তেলিয়ামুড়া এলাকার অঙ্কন শিল্পীদের নিয়ে এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া কবিনজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের হলরুমে রবিবার দুপুর নাগাদ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা, কবিনজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ নির্বাচন দপ্তরের অন্যান্য আধিকারিক -রা। মূলত, আগামী প্রজন্মের ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই এই অঙ্কন 

প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের এই অঙ্কন প্রতিযোগিতায় মোট চারটি বিভাগে সর্বমোট ৫৫ জন অঙ্কন শিল্পী অংশগ্রহণ করে বলে উদ্যোক্তারা জানান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অংশগ্রহণকারী অঙ্কন শিল্পীদের মধ্যেও ব্যাপক উৎসাহ পরিলক্ষিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu