উপস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৪ এপ্রিল 

সোমবার

পানিসাগর  প্রতিনিধিঃ ত্রিপুরা বিধানসভার পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস এর হাত ধরে পানিসাগর মহাকুমার অন্তর্গত নবনির্মিত রৌয়া 

উপস্বাস্থ্য কেন্দ্রের শুভ দ্বার উদঘাটন জাঁকজমকে অনুষ্ঠিত হলো। আজকে নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক বিনয় ভূষণ দাস এর সাথে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস,  বিশেষ অতিথি তথা পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস , অনুষ্ঠানের সভাপতি 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


রৌয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোতির্ময় দত্ত, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য বিকাশ শর্মা , জলাবাসা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক মনোজ ভৈমিক এবং পানিসাগর মহাকুমা হাসপাতালের চিকিৎসক রাহুল পুরোকায়স্থ সহ এলাকার বৃহৎ অংশের নাগরিকগণ। প্রদীপ প্রজ্জলন ও নব নির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রের ফলক উন্মোচনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনার পর স্বাগত ভাষণ রাখেন চিকিৎসক মনোজ ভৈমিক। তৎপর বিস্তর আলোচনা করেন উদ্বোধক বিনয় ভূষণ 

দাস জলাবাসা স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন দুইটি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে রৌয়া উপস্বাস্থ্য কেন্দ্র এক উন্নত মানের পরিষেবা প্রধান করতে প্রস্তুত। এলাকার বৃহৎ অংশের নাগরিক এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অনুমোদিত বিভিন্ন প্রকল্পের আওতায় পরিষেবা পেয়ে থাকবেন। মোট ১৮ লক্ষ ২৫ হাজার টাকায় নির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রের দালানবাড়ি আজ উদ্বোধন হয়ে যাওয়ায় বৃহৎ রৌয়া এলাকায় বসবাসকারী নাগরিকদের মধ্যে এক আনন্দের জোয়ার বইছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu