ইন্ডিয়ান সাইন্স কংগ্রেস এসোসিয়েশন এর উদ্যোগে অপ্টিমিস্টিক সেল্ফ হেল্প গ্রোপের ব্যবস্থাপনায় কুইজ ও আর্ট প্রতিযোগিতা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৫ এপ্রিল 

মঙ্গলবার

নিজস্ব প্রতিনিধিঃ ৩১/০৩/২০২২, বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত শনিছড়া জয়নগর মাধ্যমিক 

বিদ্যালয়, সেলিব্রেশন ১৫০ বৎসর পেরিওডিক টেবিল এবং ১০০ বৎসর অফ আই,ইউ,পি,এ,সি এর বৎসর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে অপ্টিমিস্টিক সেল্ফ হেল্প গ্রোপের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আর্ট ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা ও অপ্টিমিস্টিক গ্রোপের সকল সদস্য। এই অনুষ্ঠানে আর্টি 

প্রতিযোগিতায় মোট ২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতায় মোট ৮ টি গ্রোপে ২৪ জনের মতো ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তার মধ্যে আর্ট প্রতিযোগিতা বিচারকের মূল্যায়নের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধিকারীদের মধ্যে মানপত্র ও মেডেল প্রদান করা হয় । 

বাকিদের মধ্যেও মানপত্র প্রদান করা হয় । এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অপ্টিমিস্টিক সেল্ফ হেল্প গ্রোপের ক্যাশিয়ার অজয় কুমার দাস । পরবর্তী সময়ে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu