সেল্ফি পয়েন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও বর্তমানে পর্যটকদের ভিড় জমছে ওই সেল্ফি পয়েন্টে-Sabuj Tripura


সবুজ ত্রিপুরা

৯ এপ্রিল 

শানিবার

তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ বিতর্কিত সেল্ফি পয়েন্ট "আই লাভ খোয়াই" আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও বর্তমানে পর্যটকদের ভিড় জমছে ওই 

সেল্ফি পয়েন্টে সেল্ফি তুলতে।প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণপিপাসু লোকজনেরা ভিড় জমায় বড়োমুড়া  পাহাড়ের পাদদেশে গড়ে উঠা হাতাই কতর ইকোপার্ক তথা বড়মুড়া ইকোপার্কে। 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

জানা যায়, বিগত কিছুদিন পূর্বে সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ করে তেলিয়ামুড়া বনদপ্তর কর্তৃক আয়োজন করা হয়েছিল হর্নবিল ফেস্টিভ্যাল যাকে বাংলায় ধনেশ পাখির উৎসব ও বলা হয়ে থাকে। আর এই রাজ্য ভিত্তিক হর্নবিল উৎসবের উদ্বোধক ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বনদপ্তরের খোয়াই জেলা বণ আধিকারিক, ছিলেন রাজ্যের বনদপ্তরের পি.সি.সি.এফ আধিকারিক সহ মহকুমা বণ  আধিকারিক। আর এই দিন হর্নবিল উৎসবের পাশাপাশি 


লক্ষ্য লক্ষ্য টাকার আদ্যশ্রাদ্ধ করে উদ্বোধন হওয়ার কথা ছিল "আই লাভ খোয়াই" লেখা সেল্ফি পয়েন্টের। কিন্তু তেলিয়ামুড়া মহকুমার মধ্যে "আই লাভ খোয়াই" লেখা দেখি রীতিমতো রেগে উদ্বোধন না করে ফিরে এসেছিলেন তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায়। আর এই উদ্বোধন না হওয়া সেল্ফি পয়েন্টেই বর্তমানে সেল্ফি প্রেমীদের  নবীন-প্রবীণ উভয় অংশের মানুষজনদের ভিড় জমেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রত্যেকদিন। যদিও এই সেল্ফি পয়েন্টে  বিদ্যুতের ব্যাবস্থা 

করার কথা থাকলেও বর্তমানে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মী বাবুদের বদান্যতায় রাঘব বোয়ালে গিলে খেয়েছে। এখন মূলত ভ্রমণপিপাসুদের প্রশ্ন তাহলে কি উদ্বোধন ছাড়াই শোভাবর্ধন করবে "আই খোয়াই" নামক বড়োমুড়া পাহাড়ের পাদদেশে গড়ে উঠা হাতাই কতর ইকো পার্ক সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা ওই সেল্ফি পয়েন্ট'টি।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu