তেলিয়ামুড়া কবিনজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রাজ্য সরকারের বিদ্যা জ্যোতি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৩ এপ্রিল 

বুধবার

তেলিয়ামুড়া   প্রতিনিধিঃ  তেলিয়ামুড়া কবিনজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে  রাজ্য সরকারের বিদ্যা জ্যোতি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মঙ্গলবার সকাল আট ঘটিকায়।  

বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে তেলিয়ামুড়া কবিনজরুল বিদ্যাভবন আনুষ্ঠানিক ভাবে শুভসূচনা হল রাজ্য সরকারের বিদ্যা জ্যোতি প্রকল্পের। এই শুভ সূচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের কাউন্সিলার নিশা রানী সূত্রধর ও অচিন্ত্য ভট্টাচার্য সহ বিদ্যালয়ের প্রধান 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

শিক্ষক বিশু রায় দেববর্মা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। মূলত রাজ্য সরকার সারা রাজ্যের মধ্যে প্রথম অবস্থায় দাঁড়িয়ে একশ’টি বিদ্যালয়কে বিদ্যা জ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে। এরমধ্যে তেলিয়ামুড়া এলাকাতেও তিনটি বনেদি বিদ্যালয় -কে এই প্রকল্পের আওতায় এনেছে রাজ্য সরকার, আর -এরই শুভ সূচনা হলো আজ তেলিয়ামুড়ায়। এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে বিধায়িকা বিদ্যা জ্যোতি প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এই প্রকল্পের আওতায় আসার পর বিদ্যালয়ে কি কি পরিবর্তন আনা হবে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা 

করেন এবং এই আওতায় আসা প্রত্যেকটি বিদ্যালয় পুরোপুরি ইংরেজি মাধ্যমে পঠন-পাঠন শুরু হবে বলে তিনি তার অভিমত ব্যক্ত করেন এবং আগামী দিনগুলিতে এই প্রকল্পের ফলে ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নে ত্রিপুরা রাজ্য এক ধাপ এগিয়ে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu