তালা ঝুলিয়ে প্রাপ্ত টাকা আদায়ের দাবি তুলে ঠিকাদাররা -Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৩ এপ্রিল 

বুধবার

তেলিয়ামুড়া   প্রতিনিধিঃ বিদ্যুৎ দপ্তর এর কাজের টাকা দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে না পাওয়াতে অবশেষে বিক্ষুব্ধ ঠিকাদাররা তালা ঝুলিয়ে প্রাপ্ত টাকা আদায়ের দাবি তুলে। 

ঘটনার তেলিয়ামুড়া গামাইবাড়ি স্থিত বিদ্যুৎ দপ্তরে ডিভিশনাল কার্যালয়ে সোমবার দুপুরে। সংবাদে জানা যায়, দীর্ঘ প্রায় ৫ বছর ধরে তেলিয়ামুড়া এলাকার গোটা দশেক বিদ্যুৎ দপ্তর এর কাজে নিয়োজিত ঠিকাদাররা কাজ করে আসছে। দীর্ঘ পাঁচ বছর বিদ্যুৎ দপ্তর এর বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ, বিদ্যুৎ সারায়ের 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এর কাজ, নতুন বিদ্যুৎ সংযোগ করে আসছিল। দীর্ঘ প্রায় ৫ বছর ধরে ঠিকাদাররা বিভিন্ন শ্রমিক নিয়োগ করে বিদ্যুৎ দপ্তরের  কাজগুলি করে থাকলেও পাচ্ছে না দীর্ঘদিন ধরে ঠিকেদারি কাজের টাকা। এই নিয়ে বার বার দপ্তরের আধিকারিকদের সাথে ঠিকাদাররা আলাপ-আলোচনা করে আসছিল। তারপরও কোনো সুরাহা হয়নি ঠিকাদারি কাজের টাকা পাওয়ার বিষয় নিয়ে। ফলে আজ বাধ্য হয়ে তেলিয়ামুড়া গামাইবাড়ি স্থিত 

বিদ্যুৎ দপ্তর এর ডিভিশনাল কার্যালয়ের সংকটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের প্রাপ্য ঠিকাদারি কাজের টাকা যেন বিদ্যুৎ দপ্তর প্রদান করে। তাদের আলো অভিযোগ  ডিজিএম এরমধ্যে মাফিক কাজ করার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে অবিলম্বে ঠিকেদার দের প্রাপ্য কাজের টাকা যেন পরিশোধ করে দেওয়া হয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu