১৩ এপ্রিল
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ ১২ এপ্রিল ২০২২ ইং মঙ্গলবার ৭৫ তম স্বাধীনতা দিবস কে সামনে রেখে আজাদী কি অমৃত উৎসব উপলক্ষে, গোটা উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে, কাঞ্চনপুর
আনন্দবাজার স্থিত "সাধক রতন মনি সেবা সদন" এর ব্যবস্থাপনায় মেগা মেডিকেল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।গত বছরের ন্যায় এ বছরও আজ ১২ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ ঘটিকা থেকে সারাদিন ব্যাপী জলাবাসা সুকান্ত হলে ২৮ দিবসে প্রদার্পন করে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ বিতরণ এর মাধ্যমে মেঘা মেডিকেল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হলো। আজকের হেল্থ ক্যাম্পে রোগী দেখেন গুজরাট রাজ্য থেকে আগত, গাইনোলজিস্ট ডক্টর রামন ভাই এম পাটেল।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার বিজয় কুমার পাঠক, এবং ডঃ অতুল পান্ডে।আজ জলাবাসা সুকান্ত হলে মেগা মেডিকেল হেলথ ক্যাম্প এর শুভ সূচনা করেন পানিসাগর মহাকুমার বিধায়ক বিনয় ভূষণ দাস তার সঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর মহাকুমার বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস, কাঞ্চনপুর আনন্দবাজার স্থিত "সাধক রতন মনি সেবা সদন" ও অক্ষয় পাত্র ফাউন্ডেশন এর পরিচালক সুদীপ চক্রবর্তী , গুজরাট রাজ্যের তথা ভারতবর্ষের বরিষ্ঠ সমাজসেবী রোমন ভাই পাটেল সহ অন্যান্য ব্যক্তিবর্গরা, অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বিধায়ক শ্রী দাস বলেন যে গুজরাট রাজ্য থেকে আগত চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে এলাকাবাসীর সেবায় নিয়োজিত হয়ে ,আজ জলাবাসা এলাকায় এসেছেন, তার জন্য উনার ব্যক্তিগত তরফ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন । আগামীদিনেও অত্র এলাকার জনগণের প্রতি "সাধক রতন মনি সেবা সদন" ও "অক্ষয় পাত্র" ফাউন্ডেশন-এর কৃপা দৃষ্টি যাহাতে সদা বর্ষিত হয়। আজকের এই মেগা মেডিকেল হেলথ ক্যাম্প এর ব্যবস্থাপনায় হাত বাড়িয়ে দেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন লক্ষীকান্ত দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী নিশিকান্ত নাথ, সমাজসেবী বিকাশ শর্মা ও অন্যান্যরা।
আজ স্বাস্থ্য শিবির এ দুইশত জনের অধিক রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পত্র প্রদান করা হয়।এভাবেই প্রতিবছর যদি "সাধক রতন মনি সেবা সদন" এর মাধ্যমে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় তবে বৃহৎ জ্বালাবাসা এলাকার মানুষ উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকগণ।
0 মন্তব্যসমূহ