৯ এপ্রিল
শানিবার
কদমতলা প্রতিনিধিঃ ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণে গোটা রাজ্যের প্রথম স্থান দখল করেছে উত্তর
ত্রিপুরার কদমতলা ব্লকের উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত। সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এই গ্রাম পঞ্চায়েতে মোট ৭৭টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। নজরকাড়া বিষয় হচ্ছে আব্দুল মনাফ নামের এক বেনিফিসারি একমাসের মধ্যে ঘর নির্মাণ করে ফেলেছেন।বুধবার কদমতলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে সকল বেনিফিসারী দের সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
নিগমের চেয়ারম্যান টিংকু রায়। উপস্থিত ছিলেন ব্লক চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যা ভূষণ দাস, ব্লকের বিডিও কমল দেববর্ম, উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হানিফ উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা।দুটি ঘরের ফিতা কেটে গৃহপ্রবেশ করান অতিথিরা।বক্তব্য রাখতে গিয়ে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় বলেন বিজেপি সরকার গ্রামের মানুষের উন্নয়নের কথা চিন্তা।
প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ এতো তাড়াতাড়ি শেষ হওয়া প্রমাণ করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, বিডিও, প্রধান সচিবরা দ্রুততার সহিত কাজ করছেন। তিনি আরো বলেন পিছিয়ে পড়া গ্রাম গুলির উন্নয়ন প্রকল্পে সরকার দ্রুততার সহিত কাজ করছে। রাস্তাঘাট, পানীয় জল, ঘর মানুষকে সকল সুবিধা দিতে সরকার বদ্ধপরিকর ।
0 মন্তব্যসমূহ