৯ এপ্রিল
শানিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ শত বছরের পুরনো ঐতিহ্য'কে আজও আঁকড়ে ধরে তেলিয়ামুড়ার সেই ঐতিহ্যবাহী অন্নপূর্ণা ঘাটে অন্যান্য বছরের ন্যায়
এ বছরও যথাযোগ্য মর্যাদায় অষ্টমীর স্নান যাত্রা পর্ব শুরু হয় শনিবার সকাল থেকে তেলিয়ামুড়া জয়নগর স্থিত খোয়াই নদীর জলে। এদিনের এই অষ্টমী স্নান'কে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা অন্নপূর্ণা ঘাটে ভিড় জমায় পুণ্য স্নান পর্ব সম্পন্ন করার জন্য। স্নান যাত্রায় পুণ্যার্থীরা শেষে পূর্বপুরুষদের আত্মার চিরশান্তি কামনার্থে তিল জল দান করে এবং খোয়াই নদীর
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
পূর্ণ জলে তর্পণ করতেও লক্ষ করা যায় এদিন। সুদীর্ঘ বছরের যাবৎ চৈত্র মাসে মহা অষ্টমীর স্নান যাত্রা হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনে চলে আসছে । এই অন্নপূর্ণা ঘাটে স্নান কে কেন্দ্র করে আয়োজন করা হয় মেলার। উক্ত মেলা পরিচালনা কমিটির এক সদস্য তথা তেলিয়ামুড়া পৌর পরিষদের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলার নিশা রাণী সূত্রধর জানান,,স্থানিয় কবি নজরুল দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শনিবার
বিকেল থেকে বসবে ঐতিহ্যবাহী মেলা। তাছাড়া তিনি জানিয়েছেন,,১০০ বছরেরও বেশি সময়ের পুরনো অন্নপূর্ণা মন্দির'কে কেন্দ্র করেই মূলত এই তীর্থস্থান গড়ে উঠেছে। আর পুণ্যার্থী সহ এলাকাবাসীদের আনন্দ বিনোদনের জন্যই মূলত এই মেলার আয়োজন করা হয়ে থাকে। তিনি আপামর তেলিয়ামুড়া বাসী সহ রাজ্যবাসীর উপস্থিতি কামনা করেছেন মেলা প্রাঙ্গণে।
0 মন্তব্যসমূহ