জুয়েলের ডাবল সেঞ্চুরিতে জয়ী কবি নজরুল, ব্যাকফুটে ইচারবিল-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১৩ এপ্রিল 

বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব ১৭ স্কুল ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বড়ো ব্যাবধানে জয়ী হলো কবিনজরুল বিদ্যাভবন। 

বুধবারের ছিল কবিনজরুল বিদ্যাভবন বনাম ইচারবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মধ্যে স্থানীয় ভগৎ সিং মিনি স্টেডিয়ামের মাঠে ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। এদিন প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কবিনজরুল বিদ্যাভবনের অধিনায়ক বিপ্রজিত দাস। দলীয় ৬৩ রানের মাথায় ওপেনিং ব্যাটসম্যান নবজীত করের উইকেট হারায় এবং দ্বিতীয় উইকেট তথা দলীয় অধিনায়ক বিপ্রজিত দাসের ৩২ রানে আউট হন তিনি দলীয় ৬৪ রানের মাথায়। তৃতীয় উইকেট জুটিতে দলের জুয়েল দাস ও নবজীত পাল দলের হাল ধরে। চার ছক্কার বন্যায় ভাসিয়ে দেয় তারা। তৃতীয় উইকেটের জুটিতে ৩৭৫ রান তারা যোগ করে। দলের পক্ষে জুয়েল দাস ১১১ বল খেলে ২৯ টি চার(৪) এবং ১১টি ছয়(৬)-এর সাহায্যে অপরাজিত ২১৭ রান করে। অপরদিকে নবজীত পাল ৮৪ বল খেলে ১৪টি চার(৪) এবং ৬টি ছয়(৬)-এর সাহায্যে ১৩১ রানে অপরাজিত থাকে। নির্ধারিত ৪০ ওভারে কবিনজরুল 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বিদ্যাভবন ২ উইকেট হারিয়ে ৪৩৯ রান সংগ্রহ করে, যা এখন পর্যন্ত অনূর্ধ্ব ১৭ স্কুল ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের রেকর্ড সংখ্যক রান।(দলীয় ও ব্যাক্তিগত রানের নিরিখে) জবাবে খেলতে নেমে ইচারবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের খেলোয়াড়রা মাত্র ২৮.১ ওভার সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বাধিক রান করে অধিনায়ক সাগ্নিক দেবনাথ।সে ৪৩ বল খেলে ৬টি চার(৪) এবং ৬টি ছয়(৬)-এর সাহায্যে ৬৯ রান করে। অপর ব্যাটসম্যান অরূপ দেব করে ৫৮ বলে ৩টি চার(৪) এবং ২টি ছয়(৬)-এর সাহায্যে ৩৬ রান। ফলে অতি 

সহজেই ২৭০ রানে জয়ী হয় কবিনজরুল বিদ্যাভবন। তবে এ দিনের খেলায় দুই দলের খেলোয়ারদের পক্ষ থেকেই অতিরিক্ত প্রচুর রান দেওয়া হয়। উল্লেখ থাকে,,, অনূর্ধ্ব ১৬ জাতীয় স্তরের খেলায় গত বছর ডাক পেয়েছিল দুইশত রানকারী কবিনজরুল বিদ্যাভবনের ছাত্র জুয়েল দাস। তবে সব দিকে ফিট থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে তাকে নির্বাচিত করা হয়নি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu