দুঃস্থ ছাত্রের পড়াশোনার জন্য এগিয়ে আসেন ওটিপিসি পালাটানা এমপ্লয়িজ ইউনিয়ন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৯ এপ্রিল 

মঙ্গলবার

উদয়পুর  প্রতিনিধিঃ দুঃস্থ ছাত্রের পড়াশোনার জন্য এগিয়ে আসেন ওটিপিসি পালাটানা এমপ্লয়িজ ইউনিয়ন। সোমবার  ভারতীয় 

মজদুর সংঘ গোমতী জেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে উদয়পুর মহকুমার কাকড়াবন এলাকার বাসিন্দা দুঃস্থ ছাত্র আমজাদ হোসেনের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

তার হাতে আর্থিক সাহায্য তুলে দেন। উল্লেখ্য আমজাদ হোসেন ইকফাই ইউনিভার্সিটি থেকে বিএড করছেন। কিন্তু পারিবারিক অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় পড়াশোনা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় ওটিপিসি পালাটানা এমপ্লয়িজ ইউনিয়ন এ দুঃস্থ ছাত্রের পাশে দাঁড়ায়। 

ইউনিয়ন এর পক্ষ থেকে ছাত্রটিকে আর্থিক সাহায্য তুলে দেয় পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পালাটানা এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এ ধরনের সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক খুশি আমজাদের পরিবারসহ গটা কাকড়াবন বাসি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu