১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে পানিসাগর ব্লক ভিওিক গণডেপুটেশন প্রদান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৬ এপ্রিল 

মঙ্গলবার

পানিসাগর প্রতিনিধিঃ ২৫ শে এপ্রিল,উওর জেলার পানিসাগরে ভারতের কমিউনিষ্ট পার্টি মাক্সবাদি পানিসাগর মহকুমা কমিটির উদ্দ্যোগে 

১৫ দফা জনগনের জরুরী দাবি আদায়ের লক্ষ্যে পানিসাগর ব্লক ভিওিক গণডেপুটেশন প্রদান করেন পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক হোমাগ্নি ভট্টাচার্য মহাশয়ের নিকট।উক্ত ডেপুটেশন প্রদান কালে পানিসাগর পার্টির মহকুমা কমিটির অফিসের সম্মুখ থেকে একটি রেলী করে পানিসাগর বাজার পরিক্রমা করে পানিসাগর বি,ডি,ও,এর নিকট সাত জনের একটি প্রতিনিধি 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

দল ডেপুটেশন প্রদান করেন।ডেপুটেশন প্রদান কারি দলে উপস্থিত ছিলেন রসময় নাথ,তাল চুং রাম হালাম,শুকেষ চন্দ্র নাথ, শুভেন্দু দাস,আতাউর রহমান,প্রীতিবালা নাথ এবং অবনী দে মহাশয়েরা।রেলীর শুরুতেই পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক অজিত কুমার দাস 

পনেরো দফা দাবি সনদের বিস্তারিত তথ্য তোলে ধরেন।পাশাপাশি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রতিশ্রুতি মোতাবেক বাস্তবায়নের ক্ষেএে রাজ্যবাসীর সাথে প্রতারণা করাতে তীব্র সমালোচনা করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu