ধর্মনগর থানার মদ বিরোধী অভিযানে সাফল্য-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৫ এপ্রিল 

মঙ্গলবার

পানিসাগর প্রতিনিধিঃ সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলা গোয়েন্দা দপ্তরের ডিএসপি মিহির দত্তের নেতৃত্বে কামেশ্বর 

গ্রাম পঞ্চায়েতের শঙ্কর রায়ের বাড়িতে অভিযান চালানো হয় । অভিযানে ডিআইবি ডিএসপি মিহির দত্ত কে সহায়তা করে ধর্মনগর থানার পুলিশ এবং ধর্মনগরের মহিলা পুলিশ বাহিনী । 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

অভিযানে তার বাড়ি থেকে বিভিন্ন বিলেতি ব্র্যান্ডের ৫০ হাজার টাকার মদ উদ্ধার করে পুলিশ । মিহির দত্ত জানান দীর্ঘদিন যাবৎ তাদের কাছে শংকর রায়ের নামে অভিযোগ ছিল। তবে সঠিক সময়ে কাজ করার জন্য অপেক্ষায় ছিলেন তারা । সোমবারে এই সময় হাতে আসতেই দেরি না করে অভিযান চালায় এবং পুলিশের ঝুলিতে সফলতা আসে । 

এই ধরনের অভিযান উত্তর জেলা সদর ধর্মনগরে অব্যাহত থাকবে বলে মত ব্যক্ত করেন ডিএসপি । উল্লেখ্য মুখ্যমন্ত্রীর নেশা বিরোধী অভিযানে উত্তর জেলা পুলিশ সমগ্র জেলা জুড়ে একের পর এক অভিযানে দাপিয়ে বেড়াচ্ছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu