২৫ এপ্রিল
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলা গোয়েন্দা দপ্তরের ডিএসপি মিহির দত্তের নেতৃত্বে কামেশ্বর
গ্রাম পঞ্চায়েতের শঙ্কর রায়ের বাড়িতে অভিযান চালানো হয় । অভিযানে ডিআইবি ডিএসপি মিহির দত্ত কে সহায়তা করে ধর্মনগর থানার পুলিশ এবং ধর্মনগরের মহিলা পুলিশ বাহিনী ।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
অভিযানে তার বাড়ি থেকে বিভিন্ন বিলেতি ব্র্যান্ডের ৫০ হাজার টাকার মদ উদ্ধার করে পুলিশ । মিহির দত্ত জানান দীর্ঘদিন যাবৎ তাদের কাছে শংকর রায়ের নামে অভিযোগ ছিল। তবে সঠিক সময়ে কাজ করার জন্য অপেক্ষায় ছিলেন তারা । সোমবারে এই সময় হাতে আসতেই দেরি না করে অভিযান চালায় এবং পুলিশের ঝুলিতে সফলতা আসে ।
এই ধরনের অভিযান উত্তর জেলা সদর ধর্মনগরে অব্যাহত থাকবে বলে মত ব্যক্ত করেন ডিএসপি । উল্লেখ্য মুখ্যমন্ত্রীর নেশা বিরোধী অভিযানে উত্তর জেলা পুলিশ সমগ্র জেলা জুড়ে একের পর এক অভিযানে দাপিয়ে বেড়াচ্ছে ।
0 মন্তব্যসমূহ