আসলে এই দুনিয়াটা বড়ই নিষ্ঠুর দুনিয়া-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২৬ এপ্রিল 

মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধিঃ আসলে এই দুনিয়াটা বড়ই নিষ্ঠুর দুনিয়া। এই নিষ্ঠুর দুনিয়ায়  কেউ আর কারোর জন্য ভাবে না। যুগের পরিবর্তনের সাথে 

সাথে  মানুষ পরিবর্তন হয়েছে, হয়েছে  সমাজ পরিবর্তন। এই স্বার্থপর সমাজের  এমন বেহাল অবস্থা  সমাজে বাঁচতে গেলে  এখন শুধু প্রয়োজন  টাকা, শক্তি  এবং যশ। যার কিছুই নেই সেই  সমাজে অসহায় বলে  বঞ্চিত। বর্তমান রাজ্য সরকার তো  কতকিছুই  বলেছেন। নেতাদের মুখ থেকে রাজ্য উন্নয়নের  অনেক বুলিয়া উরানো কথা শোনা যায়  কিন্তু সমাজে এমন কিছু মানুষ বসবাস 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

করে  যাদের দিকে  না নেতাদের চোখ যায়  না দেখে সরকারের আধিকারিকরা। তবে কেন? গরীব অসহায় হলে কি  এই সমাজের তাদেরকে সাহায্য করার জন্য কেউ নেই ! ঠিক এমনই এক উপজাতি অসহায় গরীব  পরিবারের  কাহিনী উঠে আসলো  সংবাদ শিরোনামে। সিপাহী জলা জেলার  চরিলাম আর ডি ব্লকের  রামনগর ভিলেজের  কুলীন্দ্র   দেববর্মা এবং উনার স্ত্রী  মাধবী দেববর্মার  তিন পুত্র সন্তান থাকা সত্ত্বেও  বৃদ্ধ মা-বাবাকে দেখাশোনা করার  দায়িত্ববোধ  ভুলে গেছে। ছেলেরা মা-বাবাকে  দেখভাল করে না। ষাটোর্ধ্ব  বৃদ্ধ কুলীন্দ্র   দেববর্মা এবং উনার স্ত্রী  বৃদ্ধা মাধবী দেববর্মা  একটি জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। দুজনেই ছিলেন গরীব অসহায়। বৃদ্ধ বয়সে তাদের এই সংসারে  নুন আনতে পান্তা ফুরায়  এর মত অবস্থা। গত কিছুদিন আগের  কাল বৈশাখী ঝরে  বৃদ্ধ কুলীন্দ্র দেব বর্মার  ঘর  ভেঙ্গে গুড়িয়ে গেছে। কিন্তু সেই ঘর সংস্কার করার মতো ক্ষমতা  ছিলনা তাদের। 3  তিনজন  ছেলে সন্তান থাকা সত্ত্বেও  তাদের বৃদ্ধ মা-বাবা  কেমন আছে সেই খুজ  পর্যন্ত নেয় নি। তাদের ঘর কাল বৈশাখী ঝরে  ভেঙ্গে যাবার পর এলাকার  নেতারা একবারের জন্যও  মানবতা দেখাতে আসেনি। অবশেষে তার  একটু মাথা গোঁজার জন্য  

প্রতিবেশী এক বাড়িতে গিয়ে   আশ্রয় নেয়। এখনো পর্যন্ত তারা  প্রতিবেশীর বাড়িতে  আশ্রিতা হয়ে আছে। অবশেষে আজ বৃদ্ধ  কুলীন্দ্র দেববর্মা এবং  উনার স্ত্রী মাধবী দেববর্মা  সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে  তাদের এই করুন জীবন কাহিনীর কথা তুলে ধরেন এবং  রাজ্য সরকারের  কাছে  সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। খবর প্রচারিত হওয়ার পর  সরকার এই অসহায়  হতদরিদ্র  দুই বৃদ্ধের  প্রতি কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu