ব্রাউন সুগার সহ এক নেশা কারবারি আটক কদমতলা পুলিশের জালে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৬ এপ্রিল 

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ ব্রাউন সুগার সহ এক নেশা কারবারি আটক কদমতলা পুলিশের জালে। সোমবার রাত এগারোটা নাগাদ 

গোপন সূত্রে খবর পেয়ে ওই নেশা পাচারকারীকে আটক করেছে পুলিশ। বিবরণে জানা গেছে, আগে থেকেই কদমতলা থানার ওসি সুশান্ত দেবের নিকট গোপন সূত্রে খবর ছিল ধর্মনগর থেকে এক নেশা কারবারি কদমতলা থানাধীন জালাইবাড়ি এলাকায় ব্রাউন সুগার নিয়ে আসবে বলে। সেই মোতাবেক ওসি এবং মহকুমা 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী আগে থেকেই ওই এলাকায় ওৎ পেতে বসেন। তখন রাত ১১ টা নাগাদ সঠিক খবর অনুযায়ী ওই পাচারকারী জালাইবাড়ি এলাকায় আসতেই পুলিশ তাকে পাকড়াও করে। তাকে তল্লাশি করে ব্রাউন সুগার পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। প্রায় ২৬ গ্রাম ব্রাউন সুগার, নগদ টাকা সহ মোবাইল ফোন এবং একটি TR05C -4804 নম্বরের পালসার বাইক জব্দ করেছে পুলিশ। 

আটক নেশা পাচারকারীর নাম জসিম উদ্দিন(২৬)। তার বাড়ি ধর্মনগর থানাধীন সাকাইবারি বড়ুয়াকান্দি গ্রামের ২নং ওয়ার্ডে। কদমতলা পুলিশ ৩০/২২ নম্বরে ও ৮(সি)/২২(বি)/২৫ ধারায় এনডিপিএস আইনে মামলা নিয়ে জোর জেরা করছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu