৫৬০ বস্তা ইউরিয়া সার সমেত দুটি গাড়িকে আটক করে পানিসাগর থানার পুলিশ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৭ এপ্রিল 

বুধবার

পানিসাগর প্রতিনিধিঃ ২৬ শে এপ্রিল,উওর জেলার পানিসাগর থানার জোর তল্লাশি অভিযানে বিলথৈ পার্কিং এলাকা থেকে টি,আর,০১ বি,১৭০৯ নম্বরে 

এবং এন,এল,০১ এ,বি,৭৮৮৫ নম্বরের ছয় চাকার দুটি গাড়িতে থাকা মোট ৫৬০ বস্তা ইউরিয়া সার সমেত গাড়ি দুটিকে আটক করে পানিসাগর থানার পুলিশ।পাশি পাশি গ্রেফতার করা হয় এক চালক টুটন রায়, পিতা-বিজয় রায়,বাড়ি কমলপুরের হালাহালীর বাসিন্দাকে।পুলিশি হানার আচ পেয়ে অপর চালক গাড়ি ফেলে চম্পট দেয়।ধৃত চালক জানায় সার গুলি আগর তলা থেকে গাড়িতে করে সার গুলি  নিয়ে আসে গাড়ির আসল চালক ঋষিকেশ মালাকার,পিতা- হিরেষ মালাকার,বাড়ি কমল পুরের শান্তির বাজারের বাসিন্দা।আমবাসা থেকে চালক টুটন গাড়ি চালিয়ে দামছড়া হয়ে মিজোরামে সার গুলি নিয়ে 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


যাবার জন্য রওয়ানা দেয়।মাঝ পথে পানিসাগর পুলিশের হাতে ধরা পরে এক চালক।অপর চালক পলাতক।রাজ্যের কৃষকদের ভ্রাত্য রেখে ইউরিয়া সার গুলি বহিরাজ্যে অবৈধ ভাবে চড়া দামে বিক্রি করে দিচ্ছে কতিপয় দূস্কৃতি কারিরা।এই ধরনের একটা দুষ্টচক্র দীর্ঘদিন যাবৎ দামছড়া কে করিডোর করে প্রকাশ্য দিবা কিংবা রাতের অন্ধকারে গাড়ি গাড়ি সার পাচার করে চলছে দাম ছড়া থানার যোগ সাজেসে,

এই ধরনের অভিযোগ দীর্ঘদিনের।গতকাল রাএিতে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সার সমেত গাড়ি দুটিকে আটক করে।এই নিয়ে গোটা মহকুমা জোরে পানিসাগর পুলিশের ভুমিকায় স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu