২৭ এপ্রিল
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ ২৬ শে এপ্রিল উওর জেলার পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পানিসাগর নবনির্মিত কৃষি বিজ্ঞান
কেন্দ্রের নতুন ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে উওর জেলা ভিওিক কৃষক মেলা ২০২২. প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন পানিসাগর বিধান সভার মাননীয় বিধায়ক বিনয় ভুষন দাস।সভাপতিত্ব করেন উওর জেলার এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট কাজল দাস,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উওর জেলার সভাধিপতি ভবতোষ দাস,কৃষি দপ্তরের উপ অধিকর্তা কৃষ্ণ চন্দ্র এিপুরা,ডেপুটি ডিরেক্টর হর্টিকালচার কবি রাই দেব্বর্মা,ডেপুটি ডিরেক্টর মৎস্য দপ্তর বিজয় রায়,পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী ডঃ সৌমেন্দ্র কুমার সহ পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের অন্যান্য আধিকারিক বৃন্ধরা। অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট অথিতিদের উওরিয়
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এবং পুস্পস্তবক দিয়ে বরন করে নেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা।অনুষ্টানে স্বাগত আলোচনা রাখেন পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী ডঃ সৌমেন্দ্র কুমার মহাশয়।সকাল এগারোটা এিশ মিনিটে অনুষ্ঠিত হয় দেশের সফলতম কৃষকদের সাথে অনলাইনের মাধ্যমে মাননীয় কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের ভার্চুয়াল সৌজন্য মুলক মত বিনিময় অনুষ্টানের সরাসরি সম্প্রচারের প্রদর্শন অনুষ্টান।অনুষ্টানে উওর জেলার ধর্মনগর,পানিসাগর এবং কান্চনপুর মহকুমার প্রায় চার শতাধিক কৃষকরা অংশ গ্রহণ করেন।নবনির্মিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভবনে অনুষ্টিত হয় কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং পানিসাগর মৎস্য দপ্তরের উদ্দ্যোগে বিভিন্ন ধরনের শাখ সব্জি এবং কৃষি কাজে ব্যাবহুত বিভিন্ন ধরনের আধুনিক মান সম্পন্ন যন্ত্রপাতি ও
আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষের উপর বিভিন্ন ধরনের সামগ্রীর প্রদর্শনীর স্টল।অনুষ্টানে উপস্হিত অথিতিরা অনুষ্টান পর্ব শেষে প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্র আয়োজিত এই ধরনের কৃষক চেতনা মুখি অনুষ্ঠান কে ঘিরে জেলার কৃষক দের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়।
0 মন্তব্যসমূহ