বিলথৈ গ্রাম পঞ্চায়েতর উদ্দ্যোগে পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয় পঞ্চায়েত রাজ দিবস ২০২২-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২৫ এপ্রিল 

সোমবার

পানিসাগর  প্রতিনিধিঃ ২৪ শে এপ্রিল,উওর জেলার পানিসাগর আর,ডি,ব্লকের অন্তর্গত বিলথৈ গ্রাম পঞ্চায়েতর উদ্দ্যোগে পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয় পঞ্চায়েত রাজ দিবস ২০২২ এবং 

ভারত সরকারের গ্রামীন বিকাশ মন্ত্রণালয়,এিপুরা সরকারের পঞ্চায়েত ও গ্রমোন্নয়ন দপ্তর এবং উওর এিপুরা জেলা প্রশাসন সহ সর্বোপরি পানিসাগর ব্লক প্রশাসনের উদ্দ্যোগে  পন্ডিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত স্বশক্তি করন পুরুস্কার প্রদান উদযাপন অনুষ্ঠান।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক বিনয় ভুষন দাস।সভাপতিত্ব করেন বিলথৈ গ্রাম পঞ্চায়েত প্রধান লিপি রানি দাস । এছাড়াও উপস্হিত ছিলেন উওর জেলার সভাধিপতি ভবতোষ দাস,টি,আই,ডি,সি, চেয়ারম্যান 


টিংকু রায়,পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সন্জয় দাস,পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষিকান্ত দাস,উওর জেলার জেলা পরিষদ সদস্য প্রশান্ত দেব নাথ এবং সদস্যা মৌসুমি দেব নাথ,পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক হোমাগ্নি ভট্টাচার্য,বিশিষ্ট সমাজ সেবি মলীনা দেব নাথ,বিশিষ্ট সমাজ সেবি ডঃ তমজিৎ নাথ,বিশিষ্ট সমাজ সেবি নান্টু গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা । উক্ত অনুষ্টান কে কেন্দ্র করে অনুষ্টান মঞ্চে অনুষ্ঠিত হয় প্রধান মন্ত্রীর মনকি বাত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের অনুষ্টান পর্ব । পন্ডিত দীনদয়ালজীর একাত্ম মানবতাবাদ,অন্তোদয় বিচারধারা,সবকা সাথ সবকা বিকাশ নীতি এবং এক এিপুরা শ্রেষ্ঠ এিপুরা গড়ার দৃঢ় সংকল্পকে বেগবান করতে এই পুরস্কার বিলথৈ গ্রামের প্রধান, উপ প্রধান সহ সকল পঞ্চায়েত সদস্য সদস্যাদের অনুপ্রানিত করে।বিলথৈ গ্রামের অগনিত গুনিজন,অভিবাবক মন্ডলী  সকলের সহযোগিতা ও আশির্বাদ সাথে নিয়ে বিলথৈ গ্রাম পঞ্চায়েত মানব সেবার মাধ্যমে আরও উন্নয়ন সাধিত করবে বলে আশা ব্যাক্ত করেন পঞ্চায়েতর অগনিত জনগন ।এই মর্মেই রবিবার সকাল এগারো ঘটিকায় মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিরজীর এক ভার্চুয়াল সভার মাধ্যমে উক্ত মুল্যবান পুরুস্কার প্রদানের জন্য নির্বাচিত সংশ্লিষ্ট সকল পন্চায়েত ও দেশ বাসির উদ্দ্যেশ্যে 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

উনার মূল্যবান ন্যায় বিচার রখেন । পাশাপাশি পুরুস্কারের অর্থ রাশি পঞ্চায়েতর একাউন্টে ট্রান্সফার করেন । বিলথৈ পঞ্চায়েত সুএে জানা গেছে ঐ পুরুস্কারের অর্থ রাশি পছিশ লক্ষ টাকা । উওর এিপুরা জেলা তথা সমগ্র রাজ্যে শুধুমাএ উওর জেলার দুটি পঞ্চায়েত কে কেন্দ্রীয় সরকার কতৃক দীনদয়াল স্বশক্তি করন  পুরুস্কারে ভুষিত করা হয় । এরই অঙ্গ হিসেবে আজ বিলথৈ গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গনে অনুষ্টানিক ভাবে মাননীয়া প্রধান লিপি রানি দাস মহাশয়ার হাতে মুল্যভান পুরুস্কার তোলে দেন বিধাবসভার বিধায়ক বিনয় ভুষন দাস মহাশয় । বিলথৈ গ্রাম পঞ্চায়েত গ্রমীন এলাকার জনগনের জীবন জীবিকার মানোন্নয়নের স্বার্থে নিরলশ প্রচেষ্টা চালিয়ে যাবার কারনেই আজকের এই সফতা 

ছিনিয়ে নিতে সক্ষম হয়েছ । গোটা রাজ্যের মধ্যে উওর জেলার দুটি গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্রীয় সরকার কতৃক এই ধরনের পুরুস্কার প্রদানের মধ্য দিয়ে সাধারন জনগনের জীবন যাএার মান কে আরও এক দাফ এগিয়ে নিয়ে গেল বলে মনে করছেন এলাকায় তথ্যবিজ্ঞমহল।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu