২৫ এপ্রিল
সোমবার
ধর্মনগর প্রতিনিধিঃ বেশ কিছুদিন ধরেই ধর্মনগরের মানুষ চোরের উপদ্রবে দিশেহারা ।পুলিশ প্রশাসন বারে বারে সাধারণ মানুষকে নিয়ে এই
চোরদের থেকে রক্ষা পেতে প্রশাসনিক সচেতনতা মূলক শিবির সংগঠিত করেছে । অবশেষে পুলিশের জালে ৩ কুখ্যাত চোর ধরা পড়ে । জানা গেছে উত্তর জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে রাজ্যের গোয়েন্দা দপ্তরকে কাজে লাগিয়ে একটি দল গঠন করেছিলেন ।
সেই দল এবং পুলিশের যৌথ প্রয়াসে এই সাফল্য আসে বলে দাবি করেন ধর্মনগর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি পার্থ চক্রবর্তী । তিনি জানান কিছুদিন পূর্বে নয়াপাড়াতে যে চুরি কান্ড সংঘটিত হয়েছিল,তার সূত্র ধরেই চুড়াইবাড়ি থানাধীন ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের নাজিম উদ্দিন কে গ্রেপ্তার করা হয় শনিছড়া থেকে । সে পূর্বে বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ । ধর্মনগরের জেলরোড থেকে মোটরবাইক চুরি হয়েছিল তার সূত্র ধরে কদমতলা থানাধীন আলী হোসেন
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
আহমেদ কে গ্রেফতার করা হয় । তার বাড়ি কদমতলায় । আর আজ ভোরে অর্থাৎ রবিবার ভোরে পুলিশের পেট্রোলিং দল যখন কর্তব্যে ব্যস্ত ছিলেন তখন ফক্কর উদ্দিনকে গরু সহ গ্রেপ্তার করা হয় । সে বাংলাদেশে গরু পাচার করতে যাচ্ছিল । এই তিন চোরের সাথে বহি রাজ্যের দুই ছিনতাইয়ের বাজের মিল রয়েছে কিনা পুলিশতা খতিয়ে দেখছে ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার পর থেকে ধর্মনগরে চোরের উপদ্রব কিছুটা হলেও কমবে । এদেরকে সূত্র ধরে পুলিশ বাকি কারা কারা চুরির সাথে জড়িত,সম্পূর্ণ দলটাকে ধরতে পারবে বলে পুলিশের পক্ষ থেকে আশা ব্যক্ত করা হয়।
0 মন্তব্যসমূহ