দক্ষিণ কলম চৌড়া এগিয়ে চল সংঘের উদ্যোগে,তিন দিন ব‍্যাপী বৈশাখী মেলা শুভ উদ্ভোদন ও সাংস্কৃতি সন্ধার আয়োজন-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২৫ এপ্রিল 

সোমবার

বক্সনগর  প্রতিনিধিঃ মেলা মানেই  হাঁসী খুশী  আনন্দের মিলন  ক্ষেএ । দক্ষিন কলমচৌড়া  এগিয়ে  চল সংঘের উদ্যোগে বাংলা 

বৈশাখের  সাত,আট,নয়, তিন দিন ব‍্যাপী,বৈশাখী মেলার আয়োজন  করা হয়ে ছে। উক্ত মেলায়  ফিতা  কেটেপ্রবেশ দ্ধার খুলা হয় । ৭ই বৈশাখ  সন্ধা সাড়ে সাতটায়  এগিয়ে  চল মাঠ প্রাঙনে  সিপাহীজলা জেলার সভাধিপতি তথা সুপ্রিয়া দাস (দ ত্ত) মহোদয়ার হাত ধরে ,প্রদীপ প্র জ্জলনের  মাধ্যমে  বৈশাখী  মেলার শুভ সূচনা  করা হয়।তার পর মেলায় স্বাগত ভাষন প্রদান করেন বক্সনগর ব্লকের বিশিষ্ট  সমাজ সেবক সুভাষচন্দ্র  সাহা। উদ্ভোধনি  রাষ্ট্রী  সংগীত   পরিবেশন করেছেন স্থানীয় শিল্পী  বিউটি  দেব। কচি কাঁচা শিশু  শিল্পীদের  দ্ধারা একক ও দল গত নিত‍্য,এবং  অর্পনা  বিস্বাস ও তার  দল পরিবেশন করেছেন দল গত সংগীত।খুব সুন্দর গান টি ছিল ,দুম পড়েছে,রঙ লেগেছে    বৈশাখী  মেলায়রে,আয় ছেলেরা আয় মেয়েরা দেখবি যদি বৈখাখী মেলায়।এই খোদে শিশু  শিল্পীর গান টি আকর্ষণীয়  ওমনোমু গদ্ধকর। বৈচিত্র্যের  মধ্যে  ঐক্যের  সুদৃঢ়  মেলবন্ধনে  এক চিএ তুলে ধরেছে  এলাকার  শিশুরা। নানা ভাষা, নানা পরিধান,বিবিধের মাঝে দেখ মিলন মহান।   শিশুরা তুলে ধরনের  এবং  বুঝাতে চেয়েছেন  তিন দিনের বৈশাখী  মেলায় জাতি ধর্ম বর্নের উর্ধে, 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আমরা  সকল ভারত মাতার সন্তান, সকল দুঃখ   গ্লানি  মুছে,পুরাতন কে বিদায়  দিয়ে,এসো হে বৈশাখ ,শুরু হোক মিলন হৃদয়ের  বদ্ধনে । আর এগিয়ে  চল সংঘ ১৯৭১ সাল হইতে  ধারাবাহিক  ভাবে  নিরলস ভাবে  মানুষের  সেবায়  আত্মনিয়োগ করে চলেছে।  প্রতি বছরের  ন‍্যায় এই বৎসর  ও মিলন মেলার ব‍্যপক প্রসার ও প্রস্তুতি এবং  প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন । উক্ত মেলবন্ধনে  উপস্থিত  ছিলেন   সিপাহী জলা দক্ষিণ  অংশে সভাপতি  তথা বিশিষ্ট   সমাজ সেবক  দেবব্রত ভট্টাচার্য্য ,

বক্সনগর পঞ্চায়েত  সমিতির চেয়ারম্যান  সঞ্জয় সরকার,জেলা পরিষদ সদ‍্স‍্য সন্দিপ সিংহ,এবং জেলা  পরিষদ  সদস‍্যা সাবিএী দাস, বিশিষ্ট  সমাজ সেবক  শ‍্যামল দাস,দক্ষিন ও উ ত্তর কলমচৌড়া গ্রামের উপ প্রধান    সঞ্জয়  সরকার  ও আব্দুল  হক।আয়োজিত মেলার সভাপতি  কঙন দাস,আরো আন‍্যান‍্য সমাজের বিশিষ্ট  ব‍্যক্তিত্তরা ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu