পাথারকা‌ন্দি‌তে জব্দ ব‌লে‌রো পিকআপ ভ‌্যান বোজাই দশ লক্ষা‌ধিক টাকার বা‌র্মিজ সুপা‌রি, আটক দুই-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২২ এপ্রিল 

শুক্রবার

বিশালগড়  প্রতিনিধিঃ অ‌বৈধ উপা‌য়ে পাচা‌রের মু‌খে (আসামের)পাথারকা‌ন্দি পু‌লি‌শের হা‌তে ডিআই বোজাই দশ লক্ষা‌ধিক ট্কার বা‌র্মিজ সুপা‌রি 

সহ ধরা পড়ল দুই পাচারকা‌রি।ধৃত‌দের বর্তমা‌নে টানা জিঙ্গাসাবাদ চা‌লি‌য়ে যা‌চ্ছে পাতারকান্দি থানার পু‌লিশ।রা‌জ্যের মুখ্যমন্ত্ৰীর রক্তচক্ষু উ‌পেক্ষা ক‌রে একাংশ পু‌লিশ কর্মী‌দের প্রচ্ছদ মদ‌তে মি‌জোরাম থে‌কে অস‌মের বি‌ভিন্ন প্রা‌ন্তে কৌশ‌লে অব‌্যাহত র‌য়ে‌ছে নি‌ষিদ্ধ বা‌র্মিজ সুপা‌রি পাচা‌রের রমরমা বা‌ণিজ‌্য।গত দীর্ঘদিন ধ‌রে এমন অ‌ভি‌যোগ বি‌ভিন্ন মহল থে‌কে উ‌ঠে এ‌লেও এ‌নি‌য়ে পু‌লিশ‌কে লোক‌ দেখা‌নো অ‌ভিযান ছাড়া কড়া পদ‌ক্ষেপ গ্রহ‌নের খবর নেই।বিগত দি‌নে রাজ‌্য সরকার বা‌র্মিজ সুপা‌রি পাচা‌রের লাগাম টান‌তে ক‌ঠোর 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


হ‌লে পরব‌র্তিতে মি‌জোরাম রাজ্যের কৃ‌ষি বিভা‌গের বি‌শেষ ছাড়প‌ত্রের দৌল‌তে একমাত্র মি‌জোরাম রা‌জ্যের কাঁচা সুপা‌রি আসামে প্রবে‌শের আই‌নি সু‌যোগ পায়।এই সু‌যোগ‌কে মোক্ষম হা‌তিয়ার ক‌রে অ‌বৈধ বেপারীরা কাঁচা সুপা‌রি আমদা‌নির আড়া‌লে চা‌লি‌য়ে আস‌ছে শুক‌নো বা‌র্মিজ সুপা‌রির রমরমা কারবার।‌পড়শী রাজ‌্য মি‌জোরা‌মের মা‌মিত জেলা হ‌য়ে উত্তর ত্রিপুরার দামছড়া দশরত সেতু পে‌রি‌য়ে এসব অ‌বৈধ সুপা‌রি বোজাই ল‌রির একাংশ বাজা‌রিছড়ার রাঙ্গামা‌টির বা‌লি‌পিপলা হ‌য়ে ক‌রিমগ‌ঞ্জে প্রবে‌শের অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে।পাশাপা‌শি কিছু ল‌রি উত্তর ত্রিপুরার পানিসাগর হ‌য়ে চুরাইবা‌ড়ি‌তে পৌ‌ছে ফাঁড়ী পথ ধ‌রে কু‌কিতল পু‌লিশ ও ‌সোনা‌খিরা পু‌লি‌শের না‌কের ডগা দি‌য়ে পাথারকা‌ন্দি সহ আশপাশ এলাকায় প্রবে‌শের অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে।এসব পাচা‌রে একাংশ পু‌লিশ কর্মী‌দের প‌রোক্ষ মদত র‌য়ে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ স‌চেতন মহ‌লের।আজ বৃহষ্প‌তিবার কাক‌ভো‌রো TR05C 1764 নম্ব‌রের এক‌টি ব‌লে‌রো ডিআই ট্রাক পাথারকা‌ন্দির মুন্ডমালা সংলগ্ন অসম~‌ত্রিপুরা আট নং জা‌তিয় সড়‌কের বাইপাস প‌য়েন্ট এলাকায় পৌছা‌লে গা‌ড়ি‌কে আটক ক‌রে তল্লা‌শি চালায় নাকা চে‌কিং‌য়ে থাকা পু‌লিশ কর্মীরা।এ‌তে সাফল‌্য আ‌সে।এ ম‌র্মে পাথারকা‌ন্দি থানার ইন্স‌পেক্টর ও‌সি সমর‌জিৎ বসুমাতা‌রি জানান যে তেরপাল বাঁধা ল‌রি‌টি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে মোট আটচ‌ল্লিশ বস্তা শুক‌নো বা‌র্মিজ সুপা‌রি উদ্ধার হয়।যার বাজার মুল‌্য অনুমা‌নিক দশ লক্ষা‌ধিক টাকার মত হ‌বে।এ‌ কা‌ন্ডে দুজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

তা‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে কামাল উ‌দ্দিন ও জা‌কির হো‌সেন।উভ‌য়ের বা‌ড়ি বাজা‌রিছড়ার কাঁঠালত‌লি এলাকায়।এ সংবাদ সংগ্রহ পর্যন্ত জব্দকৃত সুপা‌রিগু‌লো ওজ‌নের কাজ চল‌ছে।ধৃত‌দের শুক্রবার আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে পু‌লিশ সু‌ত্রে জানা গে‌ছে।পাথারকা‌ন্দি পু‌লি‌শের এ‌হেন অ‌ভিযান‌কে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন এলাকার জনগন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu