১৯ এপ্রিল
মঙ্গলবার
খোয়াই প্রতিনিধিঃ পানীয় জলের ব্যবস্থা করা, প্রতিমাসে ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা, বিদ্যুতের পর্যাপ্ত ব্যবস্থা করা সহ নিজেদের বেশকিছু
দাবি-দাওয়ার ভিত্তিতে মঙ্গলবার সাতসকালে আমবাসা মহকুমাদিন হাদুকলক পাড়া এলাকায় ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল ব্রু রিয়াং শরণার্থীরা। এই শরণার্থী ইসু এ রাজ্যের দীর্ঘ বছরের সমস্যা। একটা সময় তাদেরকে কাঞ্চনপুর এ বসতি স্থাপন করতে দেখা যায়। পরবর্তী সময় রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা সাপেক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের সেটেলমেন্ট এর ব্যবস্থা করা হয়। তারমধ্যে ২০২১ সালের এপ্রিল মাসে আমবাসা থানাধীন হাদুকলক পাড়া এলাকায় একটা বিরাট অংশের শরণার্থীদের সেটেলমেন্ট এর ব্যবস্থা করা হয়। থাকা-খাওয়া থেকে তাদের যাবতীয় দায়িত্ব সরকারিভাবে গ্রহণ করা হয়।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
কিন্তু বর্তমানে তারা তাদের নিজস্ব কিছু সমস্যা এবং দাবি-দাওয়ার ভিত্তিতে আজ সাত সকালে জাতীয় সড়ক অবরোধ করে। তাদের পরিবারের ছেলে মেয়ে থেকে শুরু করে প্রত্যেকেই এই অবরোধে এসে শামিল হয়। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার বিশাল পুলিশবাহিনী। অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসে আমবাসা
মহকুমার শাসক অরূপ দেব, আমবাসা ব্লক আধিকারিক মুনমুন দেববর্মা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এই অবরোধের ফলে স্বাভাবিকভাবেই রাস্তার দু দিকে আটকে পড়ে প্রচুর সংখ্যক গাড়ি। কিছুক্ষণ পর ঘটনাস্থলে এসে পৌঁছায় ধলাই জেলার জেলাশাসক গাবেকার ময়ূর রতিলাল, জেলাশাসকের আশ্বাসে অবরোধমুক্ত হয় জাতীয় সড়ক।
0 মন্তব্যসমূহ