১৯ এপ্রিল
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ ফের বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোষ্ট পুলিশের রুটিন তল্লাশিতে দূরপাল্লার দুটি সুপার বাস থেকে পাচারের পথে শুকনো
গাঁজা উদ্ধার হয়।এতে একজনকে আটক করেছে পুলিশ।ওয়াচ পোষ্ট ইনচার্জ নিরঞ্জন দাস জানান সোমবার সন্ধ্যা নাগাদ এস-০১-জেসি-০৯৬৯ নম্বরের একটি শেরওয়ালী ট্রেভেলস ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে অসমের প্রবেশ দ্বার চুরাইবাড়িতে পৌছালে যথারীতি গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ কর্মীরা।এতে গাড়ির কেবিন থেকেএকটি ব্যগে প্রায় তিন কেজি আট`শ গ্রাম গাঁজা উদ্ধার হয়।তবে ব্যগের মালিক হিসাবে কাউকে পাওয়া যায়নি।পরে এমর্মে যাত্রী ও চালককে জিজ্ঞাসাবাদ করলে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
পুলিশ জানতে পারে ত্রিপুরার কুমারঘাট এলাকায় এক যাত্রীকে চালক ও সহ চালকের সন্দেহ হওয়াতে তাকে তাৎক্ষণিক গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।এতে ধারনা করা হচ্ছে গাঁজা ভর্তি ব্যাগটি সেই যাত্রীর হবে।এ ঘটনার পরক্ষনে ফের অনুরুপ ভাবে এমএল - ০৫-টি-৮৩৮২ নম্বরের নেটওয়ার্ক ট্রেভেলসের অপর একটি নৈশ্য বাস চেক পয়েন্টে আসলে উক্ত গাড়িটিতও তল্লাশি চালায় পুলিশ।এতে গাড়িতে যাত্রী সেজে বসে থাকা এক ব্যক্তিকে ছয় কেজি গাঁজা সহ আটক করা হয়।তার নাম মনিষ রাজ(২৬)।বাড়ি বিহার রাজ্যের পাটনা জেলার বক্তিয়ারপুর এলাকায়।পুলিশের প্রাথমিক জেরায় ধৃত জানায় সে শেরাওয়ালি গাড়িতে গাঁজা রেখেছিল।
গাঁজাগুলো ত্রিপুরার তেলিয়ামুরা থেকে সংগ্রহ করে বিহারে নিয়ে যাবার উদ্দেশ্যে ছিল।বাজেয়াপ্ত শুকনো গাঁজাগুলোর আনুুুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকার মত হবে।ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রজু করে তাকে বর্তমানে বাজারিছড়া থানায় আটকে রেখে টানা জিঙ্গাসাবাদ করছে পুলিশ। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।
0 মন্তব্যসমূহ