২০ এপ্রিল
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ গত ১৬ই এপ্রিল রএিতে উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত এ,ডি,সি,অধ্যুষিত ইন্দুরাইল ভিলেজের
উরাংবস্তি এলাকায় দুটি শ্রমজীবী পরিবারের মধ্যে ঝগরা বিবাদ কে কেন্দ্র করে পরিস্তিতি চরমে ওঠে,প্রথমে মারপিট এবং পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রানে মারার চেষ্টা করে প্রতিবেশী দুই ভাই মিলে এক ব্যাক্তিকে।ঘটনার বিবরণে জানা যায় যে,গতকাল রাএিতে অনুমানিক এগারোটা নাগাদ পানিসাগর ফায়ার সার্ভিসে খবর আসে যে,ঐ এলাকায় দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনা স্হলে পৌছায় পানিসাগর ফায়ার সার্ভিসের কর্মীগন।সেখানে গিয়ে দেখতে পায় রাস্তার উপর অচৈতন্য এবং রক্তাক্ত অবস্হায় এক
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ব্যাক্তির পরে রয়েছে।ফায়ার সার্ভিসের কর্মীদের দেখে এক যুবক এগিয়ে এসে জানায় ঐ ব্যাক্তি টি সম্পর্কে ওর কাকা এবং ওর নাম গনেশ কুল,পিতা- মৃত সুনুয়া কুল,বাড়ি ইন্দুরাইল গ্রামের তিন নং ওয়ার্ডে বাসিন্দা,পেষায় দিনমজুর।উনাকে নাকি একই এলাকার পাশ্ববর্তী বাড়ির রবি লাল সাওতাল এবং ছোট ভাই বাবুলাল সাওতাল মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রানে মারার চেষ্টা করে,এতে চিৎকার চেচামেচি শুনে এলাকার লোকজন এসে পরায় দুই ভাই তড়িঘড়ি ঘা ঢাকা দেয়।এমতাবস্থায় পানিসাগর ফায়ার সার্ভিসের কর্মীরা পরেযায় গভীর সমস্যায়।বাধ্য হয়েই গনেশ কুলকে নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালে।পারিবারিক কলহ বিবাদ কে কেন্দ্র করে এই ধরনের প্রানে মারার মতো আক্রমণ কারি দুই ভাইয়ের খোঁজে নেমে পরে স্হানীয় এলাকার এস,পি,ও,ক্যাম্পের জোয়ানেরা।ঘটনার খবর পেয়ে ছুটে যায় পানিসাগর থানার পুলিশ।
তবে রাএি অনেকটা হওয়াতে সংবাদ সংগ্রহ পর্যন্ত অভিযুক্ত দুই ভাইকে পুলিশ গ্রেফতার করে জালে তোলতে পারে নি বলে জানা গেছে,তবে এই নিয়ে পানিসাগর থানা একটি পরিকল্পিত খুনের চেষ্টাকরার উপর মামলা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।
0 মন্তব্যসমূহ