১৩ এপ্রিল
বুধবার
কদমতলা প্রতিনিধিঃ বহু পুরাতন ও ঐতিহ্যবাহী উত্তর জেলার ঠেকনী শীতলাবাড়ির শেষ দিনের মেলায় ছিলো উপচে পড়া ভীড়।
উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন সরসপুর গ্ৰামের প্রত্যন্ত এলাকা ঠেকনি।স্থানীয় মাতব্বরদের কথায় শত বছর পূর্বের এই শিতলা মেলা শুরু হয় প্রতি বছরের চৈত্র মাসের প্রথম শনি বা মঙ্গলবার থেকে।চলে পুরো মাসব্যাপী। এখানে একটি মন্দিরে রয়েছে শীতলা মায়ের জাগ্রত বিগ্রহ। সমস্ত এলাকার
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
মহিলারা চৈত্র মাসের প্রতি শনি ও মঙ্গল বারে সেখানে পূজো করেন। আর এই পূজাকে কেন্দ্র করে পাশেই একটি ঐতিহ্যবাহী মেলা গড়ে উঠেছে। যা দীর্ঘ একশ বছর ধরে চলে আসছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। রীতি রয়েছে জাগ্রত এই শীতলা মাকে সন্তুষ্টি করতে পারলে নিজের ছেলেসন্তানদের বহু রোগ দূর হয়ে যায়।
সেই নিয়ম মেনেই সেখানে যুগ যুগ ধরে চলে আসছে শীতলা মায়ের পুজো।আছ মঙ্গলবার ছিলো এবছরের শেষ দিনের মেলা। তাতে গ্ৰামীন এলাকার মানুষজনদের উপস্থিতি ছিলো লক্ষনীয়।
0 মন্তব্যসমূহ